যশ ধুল, ভিকি ওসওয়াল-দের দাপটে উড়ে গেল অজিরা, টানা চতুর্থবার ফাইনালে ভারত

বাংলার হান্ট নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারত দাপট দেখিয়ে ৯৬ রানের ব্যবধানে জিতে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথমে ব্যাট করে, ভারতীয় দল ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে। জবাবে অজিরা ৪১.৫ ওভারে ১৯৪ রানেই অলআউট হয়ে যায়। ফলে ২০১৬ সাল থেকে টানা চতুর্থবারের জন্য ফাইনালে উঠল ভারত।

যশ ধুলের ১১০ বলে ১০টি চার ও একটি ছয়ের সহযোগে ১১০ এবং শেখ রশিদের ১০৮ বলে ৯৪ রান এবং তৃতীয় উইকেটে তাদের ২০৪ রানের পার্টনারশিপই ম্যাচেই ভাগ্য নির্ধারণ করেছিল। এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনার অঙ্গকৃষ্ণ রঘুবংশী এবং হারনুর সিং কে দ্রুত ফিরিয়ে ম্যাচের দখল নিয়ে নিয়েছিল অজিরা। এ অবস্থায় ইনিংস গড়ার দায়িত্ব নেন ধুল ও রশিদ। শুরুতে সতর্কভাবে খেললেও, সেট হওয়ার পর দ্রুত গতিতে রান করেন তারা।

india u 19 team

ধুল ৬৪ বলে এবং রশিদ ৭৮ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, এরপর তারা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং রান করেন। অজি বোলাররা এই জুটিকে ভাঙার অনেক চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি।

এই জুটি ২০০ রান সম্পুর্ন করার পর ৪৬ তম ওভারে বোল্ড আউট হন দুজন। হুইটনির করা শেষ ওভারে ভারত দীনেশ বানা দুর্দান্ত ব্যাটিংয়ে ২৭ রান ওঠে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বেকায়দায় পরে গিয়েছিল অজিরা। লাচলান শ (৫১) একমাত্র অজি ব্যাটসম্যান যিনি কিছুটা লড়াই করেছিলেন। ভারতের হয়ে স্পিনার ভিকি ওসওয়াল ৩ উইকেট নেন। ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর