বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তির আশীর্বাদে গোটা বিশ্বজুড়ে এসেছে বড় বদল। প্রযুক্তির ছোঁয়া লেগেছে মানব সভ্যতার ইতিহাসে। ইন্টারনেট নির্ভর যুগে পরিবর্তন এসেছে আমাদের নিত্য দিনের লাইফস্টাইলে। সময়ের সাথে তাল মিলিয়ে ভারতসহ (India) গোটা বিশ্বেই বদলেছে আর্থিক পরিষেবার সংজ্ঞাও। বিগত বছরগুলিতে ডিজিটাল আর্থিক লেনদেন ত্বরান্বিত করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ডিজিটাল আর্থিক লেনদেনের নিরিখে ভারতের (India) অবস্থান
এবার ডিজিটাল আর্থিক পরিষেবা ক্ষেত্রে বড় সাফল্য ভারতের (India)। সম্প্রতি ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকনমিক রিলেশন্স’-এর সমীক্ষায় দাবি করা হয়েছে, প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ, ভারত সরকারের আধার প্রযুক্তি নির্ভর পরিষেবা, স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যাপক প্রসার ভারতকে করে তুলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিজিটাল আর্থিক পরিষেবা প্রদানকারী দেশ।
আরও পড়ুন : ‘সৌমিত্র খাঁ’-এর নাম করে প্রতারণা? বিরাট কান্ড সোশ্যাল মিডিয়ায়, খোলসা করলেন সাংসদ নিজে
ভারতের সামনে এই তালিকায় রয়েছে শুধুমাত্র আমেরিকা (United States of America) ও চিন (China)। ডিজিটাল প্রযুক্তির ব্যাপকতা বৃদ্ধির পাশাপাশি বদল এসেছে দেশের আর্থিক লেনদেন ক্ষেত্রেও। ব্যাঙ্কিং পরিষেবা থেকে বিনিয়োগ, ডিজিটাল আর্থিক পরিষেবায় গত কয়েক বছরে ভারতের অগ্রগতি চোখে পড়ার মতো। তবে প্রযুক্তির প্রসারতার পাশাপাশি বেড়েছে সাইবার জালিয়াতি।
আরও পড়ুন : ‘বিমানে উঠে দেখি…’! টিকিট কাটলেও বসার জায়গা নেই! দাঁড়িয়ে কলকাতা ফিরলেন প্রাক্তন TMC সাংসদ
ডিজিটাল আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন বহু সাধারণ মানুষ। যা নিয়ে উদ্বিগ্ন আম জনতা থেকে সরকার সকলেই। যোগাযোগ, সরঞ্জাম, উদ্ভাবন, সুরক্ষা, স্থিতিশীলতা- এই পাঁচটি মাপকাঠির উপর ভিত্তি করে প্রস্তুত হয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকনমিক রিলেশন্স’-এর রিপোর্ট।
এই রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দ্রুত ৫জি পরিষেবা নিয়ে আসতে সক্ষম হয়েছে ভারত (India)। তবে এখনও ভারতের বহু সংখ্যক মানুষ বিরত রয়েছেন স্মার্টফোন ব্যবহার থেকে যার জেরে ডিজিটাল পরিষেবা (Digital Service) ব্যবহারের নিরিখে অন্যান্য দেশের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে রয়েছে দেশ।
ডিজিটাল পরিষেবা ব্যবহারের নিরিখে গোটা বিশ্বে ভারতের স্থান ২৮ নম্বরে। এই প্রেক্ষিতে উপদেষ্টার মত, ডিজিটাল আর্থিং পরিষেবার ক্ষেত্রে গ্রাহকের সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের প্রথম লক্ষ্য হওয়া উচিত। পরিষেবার খরচ যাতে বৃদ্ধি না পায় সেই দিকটিও নজরে রাখতে হবে সরকারকে। তাহলে আরও দ্রুত ডিজিটাল উন্নতির ক্ষেত্রে অগ্রসর হতে পারবে ভারত।
দিলীপকে সমর্থন হুমায়ুন কবীরের! শুনেই BJP নেতা বললেন, কে…