চলতি ফেব্রুয়ারী মাসে ভারত এবং আমেরিকা একটি নতুন বানিজ্য চুক্তিতে আবদ্ধ হতে চলেছে যার মুল্য প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ( ভারতীয় মুদ্রায় ৭১,২০০ কোটি )। এই চুক্তিটি সাক্ষর হবে যখন আমেরিকার বানিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে আসবেন।
বর্তমানে এই চুক্তিটি পুনঃ নিরীক্ষণ করা হচ্ছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিপত্রে সই করবেন যখন তিনি ভারত সফরে আসবেন। সুত্রের খবর, ট্রাম্প ভারতে আসতে পারেন চলতি ফেব্রুয়ারীর ২৪-২৬ তারিখের মধ্যে। যদিও এই বিষয়ে এখনো অবধি কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এছাড়াও একটি রিপোর্টের মতে, এই চুক্তিটি একটি বিনামুল্যের বানিজ্য চুক্তির অগ্রদুত হতে পারে। ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে লাইথিজার এবং ভারতের বিপণন এবং শিল্পমন্ত্রী পীযুষ গয়াল সাক্ষাৎ করে এই চুক্তির সমস্ত শর্ত গুলিকে পুনর্বিবেচনা করবেন, তার পরেই এই চুক্তি গ্রহনযোগ্য হবে বলে জানানো হচ্ছে।
এছাড়াও এই চুক্তিতে মেডিকেল ডিভাইসের বেশ কিছু বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। দুই পক্ষের মধ্যে একটি সংযোগ স্থাপনের চেষ্টাও করা হয়েছে এই চুক্তিতে। এছাড়াও ভারত সরকার জেনেরালাইসড সিস্টেম অফ প্রেফারেন্সেস ( জি এস পি )-র সমস্ত সুবিধাগুলিকে আবার পুনঃ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। জি এস পি চালু থাকলে ভারতের বেশ কিছু দ্রব্য বিনা ডিউটি ফি তে আমেরিকাতে প্রবেশ করতে পারে। যাতে ভারতের মত প্রগতিশীল দেশের দ্রব্য আমেরিকা কংগ্রেসের দ্বারা নির্ধারণ করা যোগ্যতার মাত্রা পূরন করতে পারে।