ভারত বনাম পাকিস্তান LIVE UPDATE 

Published On:

 

গৌরনাথ চক্রবর্ত্তী, ১৬ জুনঃ
ভারত ও পাকিস্তান বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছে।এর আগে বিশ্বকাপে ৬ বার দুই দল মুখোমুখি হয়েছে।৬ বারই ভারত জয়লাভ করেছে।

এদিন ম্যাঞ্চেস্টারে টসে জিতে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ফ্লিডিং করার সিদ্ধান্ত নেয়।ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল দুর্দান্ত শুরু করে।রাহুল ৭৮ বলে ৫৭ রান করে আউট হন।রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি করেন।রোহিত ১১৩ বলে ১৪০ রান করে আউট জন।হার্দিক পাণ্ডিয়া ১৯ বলে ২৬ রান করেন।মহেন্দ্র সিং ধোনী ১ রানে আউট হন।বিরাট কোহলী ৬৫ বলে ৭৭ রান করেন।


বিজয় শংকর১৫ রানে অপরাজিত থাকেন।কেদার যাদব ৯ রানে অপরাজিত থাকেন।পাকিস্তানের আমির ৩ টি উইকেট নেন।এখন দেখা যাক শেষপর্যন্ত কোন দল জয়লাভ করে।

X