ভারতকে ২৬৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

 

গৌরনাথ চক্রবর্ত্তী, ৬ জুলাইঃ
বিশ্বকাপের শেষ ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে।ভারত ইতিমধ্যেই পৌঁছে গেছে সেমিফাইনালে।যদিও প্রতিপক্ষ কে সেটা এখনও ঠিক হয় নি।

শনিবার লিডসে টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে ব্যাটিং নেওয়ার সির্দ্ধান্ত নেন।
শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান করে।দিমুথ করুণারত্নে ১০ রান করে আউট হন।পেরেরা ১৮ রান করেন।আর্বিষ্কা ফার্নান্দো ২০ রান করে।কুশল মেণ্ডিস ৩ রান করেন।অ্যাঞ্জেলো ম্যাথিউজ দুর্দান্ত সেঞ্চুরি করেন।ম্যাথিউজ ১১৩ রান করে আউট হন।থিরিমানে ৫৩ রান করেন।পঞ্চম উইকেটে ম্যাথিউজ ও থিরিমানে ১২৪ রানের পার্টনারশিপ করে।
এদিন ভারতের দলে দুটি পরিবর্তন করা হয়েছে।মহম্মদ শামি ও যুজবেন্দ্র চাহালের জায়গায় দলে এসেছেন রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব।

IMG 20190706 200438

ভারতের পক্ষে বুমরাহ ১০ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেন।ভুবনেশ্বর, পাণ্ডিয়া, জাডেজা ও কুলদীপ যাদব প্রত্যেকে ১ টি করে উইকেট নেন।এখন দেখা যাক মালিঙ্গাকে কীভাবে সামলান বিরাট বাহিনী।

সম্পর্কিত খবর