পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় T-20 ম্যাচ, বিশ্বরেকর্ড গড়ার অপেক্ষা বাড়লো রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল আজ সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবে। গতকাল কিছু অত্যাবশ্যকীয় লাগেজ না পৌঁছানোয় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হতে দু’ঘণ্টা দেরি হয়েছিল। ভারতীয় সময় রাত ৮ টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হয় রাত দশটায়। বি ম্যাচের ঠিক পরের দিন অর্থাৎ আজকেই আবার ভারতীয় দলে এবং ওয়েস্ট ইন্ডিজ দল একে অপরের মুখোমুখি হবে। তাই আজকের ম্যাচের নির্ধারিত সময়ে আটটায় থাকলেও আজকের ম্যাচ রাত ৯.৩০ থেকে শুরু হবে বলে জানা গেছে। ক্রিকেটাররা যাতে দুটি ম্যাচের মাঝে যথাসম্ভব বিশ্রাম পান তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

গত ম্যাচে ভারত বিশ্রীভাবে হারের মুখ দেখেছে। ভারতীয় বোলিং লাইনআপ শেষ অবধি লড়াই চালিয়ে গেলেও প্রথম ইনিংসে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারতীয় ব্যাটসম্যানরা। শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, রিশভ পন্থ-রা টানা দুই ম্যাচ ফ্লপ। আল যদিও কিছুটা চেষ্টা করেছিলেন পথ কিন্তু তার ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি সিরিজে একেবারেই ছন্দ খুঁজে পাচ্ছেন না। আর সূর্য কুমার যাদব এখনো অব্দি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটিও ভালো মনে রাখার মতো ইনিংস খেলতে পারেননি দুই ফরম্যাট মিলিয়েও। তাই শেষমেষ ভারতের ভরসা হয়ে দাঁড়াচ্ছেন সেই অধিনায়ক রোহিত শর্মাই।

rohit sharma 50

প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রথম বলেই ম্যাকয়ের শিকার হয়ে আউট হন তিনি। দীর্ঘদিন পর গোল্ডেন ডাকে আউট হয়েছিলেন কাল ভারতীয় অধিনায়ক। আজ যদি ভারতকে জিততে হয় তাহলে রোহিত শর্মার ওপর অনেকটা নির্ভর করবে তারা। এই মুহূর্তে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই সঙ্গে একটি অনন্য মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারেন রোহিত শর্মা একটি ভালো ইনিংস খেলেই।

আজ মাঠে নেমে ৫৭ রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ৩৫০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন রোহিত। নিয়ে নিচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দেশের হয়ে মোট ১৩০ টি ম্যাচ খেলেছেন। অজি কিংবদন্তি প্রেসার গ্লেন ম্যাকগ্রা মনে করেন ভারতীয় দলের ভালো খেলা রোহিত শর্মার ফর্মে থাকার ওপর অনেকটাই নির্ভর করে। রোহিতকে তিনি একজন বদন্তি হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে তার ফর্মে থাকা ভারতীয় দলের কাছে সবচেয়ে ভালো খবর।


Reetabrata Deb

সম্পর্কিত খবর