যে সে গ্রাম নয়, এই স্থানেই আছেন ভারতের সবথেকে বেশি IPS-IAS! কোথায় রয়েছে জায়গাটা?

বাংলাহান্ট ডেস্ক : ইউপিএসসি নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহের শেষ নেই। ভারতের (India) সবথেকে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত ইউপিএসসি (UPSC) ক্র্যাক করার জন্য বছরের পর বছর লেগে যায় অনেক প্রার্থীর। পাশাপাশি মাঝেমধ্যেই এমন কিছু ইউপিএসসি সফল প্রার্থীর খবর আমরা জানতে পারি যারা উঠে এসেছেন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে।

ভারতের (India) এক গ্রামের গল্প

তবে আজ আমরা আপনাদের ভারতের (India) এমন একটি গ্রামের (Village) কথা জানাতে চলেছি যেখানে রয়েছে সব থেকে বেশি আইপিএস-আইএএস। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ছোট্ট একটি গ্রাম মাধোপট্টি। লখনউ শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে জৌনপুর জেলার ছোট্ট এই গ্রামে বসবাস মাত্র ৭৫ টি পরিবারের।

আরোও পড়ুন : গল্পের মাঝে নায়ক বদল, TRP ধরতে ফের প্রথম হিরোই ফিরছেন জি বাংলার সিরিয়ালে!

সিভিল সার্ভিসেসের সাথে মাধোপট্টি গ্রামের যোগ চোখে পড়ার মতো। জানলে অবাক হবেন এই গ্রামের ৪৭ জন বাসিন্দা আইপিএস-আইএএস। এমনকি বিভিন্ন সরকারি উচ্চ পদে কর্মরত রয়েছেন এই গ্রামের ৫১ জন বাসিন্দা। ড. ইন্দুপ্রকাশ মাধোপট্টি গ্রাম থেকে ১৯৫২ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করে দ্বিতীয় স্থান দখল করেন।

India Village for IPS ias

আইএএস পদে নিযুক্ত হওয়া ইন্দুপ্রকাশের চার ভাইও পরবর্তীকালে আইএএস অফিসার হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। ইন্দুপ্রকাশের পুত্র যশস্বী ২০০২ সালে ইউপিএসসি পরীক্ষায় ৩১ তম স্থান দখল করে নয়া নজির সৃষ্টি করেন। তবে এই গ্রামের এক বাসিন্দা সংবাদমাধ্যমে জানিয়েছে, ভারতের প্রশাসনিক পদে আমাদের গ্রামের অসংখ্য সদস্য যোগদান করেছেন।

আরোও পড়ুন : বিপরীতে কড়া প্রতিপক্ষ, TRP টপারকে এঁটে উঠতে নয়া নায়িকা আমদানি করল জলসার এই মেগা

তবে পরবর্তীকালে তারা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে গ্রামের সাথে আর যোগাযোগ নেই। অনেকেই ভারতের (India) এই গ্রামকে আইএএস (Indian Administrative Service) কারখানাও বলে থাকেন। সমাজসেবক এই বাসিন্দার কথায়, শুধু পুরুষ নয়, গ্রামের অনেক মহিলা সদস্যও আইএএস-আইপিএস হয়েছেন।

India Village for IPS ias

নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারলেও, তারা অবশ্য গ্রামের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেননি। গ্রামের অন্য এক বাসিন্দার কথায়, এই সফলতার পিছনে জৌনপুর জেলার তিলকধারী সিং পোস্ট গ্র্যাজুয়েট কলেজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই কলেজে পড়াকালীন সময় থেকেই সিভিল সার্ভিসেস পরীক্ষার বিষয়গুলি সম্পর্কে অবগত হন প্রার্থীরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর