বাংলা হান্ট ডেস্কঃ আগামী 17 ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ (India- Australia test series)। এই টেস্ট সিরিজ দেখার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলেন দুই দেশের ক্রিকেট সমর্থকরা। আগামী 17 তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে 26 ডিসেম্বর থেকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে চলা এই টেস্ট ম্যাচে দর্শক সংখ্যা বাড়ানোর ঘোষণা করল ভিক্টোরিয়া প্রশাসন।
ব্রেট সুট্টন যিনি ভিক্টোরিয়া স্বাস্থ্য আধিকারিক এর মুখ্য সচিব তিনি ইতিমধ্যেই অনুমতি দিয়ে দিয়েছেন দর্শক সংখ্যা বাড়ানোর ব্যাপারে। আর সেই কারণেই দৈনিক 25 হাজারের এর বদলে দর্শক সংখ্যা বের হতে চলেছে দৈনিক 30 হাজার। অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হতে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচে দৈনিক 30 হাজার দর্শক মাঠে বসে লাইভ খেলা দেখতে পারবেন।
যেহেতু এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে করোনা ব্যাপক আকার ধারণ করেছে সেই কারণে প্রথমে দৈনিক 25 হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল ভিক্টোরিয়া প্রশাসন। কিন্তু গত কয়েকদিন যাবৎ ভিক্টোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সেইভাবে চোখে পড়েনি। গত 40 দিনে ভিক্টোরিয়ায় এক জনও নতুন করে করোনা সংক্রমিত হয় নি। আর সেই কারণেই দর্শক সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছে ভিক্টোরিয়া প্রশাসন অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট ম্যাচে প্রত্যেকদিন 30 হাজার দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য, সাধারণত সিডনি ক্রিকেট স্টেডিয়ামে একসঙ্গে এক লক্ষ দর্শক মাঠে বসে দেখতে পারেন।