ইংল্যান্ডের ৫৭৮ রানের সামনে লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারিয়ে চাপে টিম ইন্ডিয়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চেন্নাইয়ে চলছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ (India vs England test match) । প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথমে ব্যাটিং করে জো রুটের ডবল সেঞ্চুরির ওপর ভর করে 578 রান তুলেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন জো রুট, বেন স্টোকস।

ইংল্যান্ডের দেওয়া রানের পাহাড়ের সামনে ব্যাটিং করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ওপেন করতে নেমে শুরুতেই ধাক্কা ভারতীয় ব্যাটিং লাইন আপে। শুরুতেই মাত্র 6 রান করে জোফ্রা আর্চারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারত ওপেনার রোহিত শর্মা। তারপর ক্রিজে নামেন চেতেশ্বর পুজারা। পুজারা এবং শুভমান গিল একটা লম্বা ইনিংস তৈরি করার চেষ্টা করলেও ফের ভারতীয় শিবিরে আঘাত হানে সেই জোফ্রা আর্চার। জোফ্রা আর্চারের বলে আউট হয়ে 28 বলে 29 রান করে প্যাবিলনের ফিরে যান তরুণ ভারত ওপেনার শুভমান গিল।

যেখানে ইংল্যান্ড ভারত সামনে 578 রানের বিরাট পাহাড় খাড়া করেছে সেখানে লাঞ্চ বিরতির আগেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি 4 (12) এবং চেতেশ্বর পূজারা 20 (35)। এখন ভারতের ইনিংসটি পুরোপুরিভাবে নির্ভর করছে এই দুজনের ব্যাটের উপর। এই দুজন যতক্ষন ক্রিজে থাকবেন ততই লাভ ভারতের।

X