৫০ রানে অর্ধেক ব্রিটিশ টিম গুঁড়ো, প্রথম টেস্টে হারের প্রতিশোধ নিতে চলেছে ভারত

বাংলা হান্ট ডেস্কঃ চেন্নাইয়ে চলা ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত ৩২৯ রান বানিয়ে অল আউট হয়ে যায়। গতকাল ৬ উইকেটে ৩০০ রান করেছিল ভারত। আর আজ মাত্র ২৯ রান করতেই ৪ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ড তাঁদের প্রথম ইনিংস খেলার জন্য মাঠে নেমেছে ঠিকই, কিন্তু কেউ টিকতে পারেনি। লাঞ্চের পর ব্রিটিশ টিমের অর্ধেক সদস্য ৫২ রানের মধ্যে মাঠ ছেলে প্যাভিলিয়নে চলে যায়। রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট, ইশান্ত শর্মা আর অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেয়।

https://twitter.com/BCCI/status/1360832515292889088

৫২ রানের মধ্যে অর্ধেক ব্রিটিশ টিম প্যাভিলয়নে ফেরত চলে যায়। বেন স্টোকস ক্লিন বোল্ড হয়েছে। অশ্বিন ১৮ রানে বেন স্টোকস্কে আউট করে। টেস্ট ক্রিকেটে বেন স্টোকস এই নিয়ে ৯ বার অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফিরল।

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানে হারার পর জেগে উঠেছে ভারতীয় টিম। কিছু বদলের সঙ্গে খেলতে নেমে প্রথম দিকে একটু হোঁচট খেলেও নিজেদের সামলে নেয় টিম ইন্ডিয়া। বর্তমান পরিস্থিতি দেখে এটাই বোঝা যাচ্ছে যে, টিম ইংল্যান্ড ফলো-অন খেতে পারে।


Koushik Dutta

সম্পর্কিত খবর