হারের ভয়ে ভুল বকা শুরু ইংল্যান্ডের, নিজেদের জয়ী ঘোষণা করেও পরে পাল্টাল বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়া (Indian National Cricket Team) আর ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে চলা টেস্ট সিরিজে যেটা নিয়ে ভয় ছিল, সেটাই হল। করোনা গোটা সিরিজে জল ঢেলে দিল। ম্যানচেস্টারে (Manchester Test) হতে চলা পঞ্চম টেস্ট বাতিল হয়ে গেল। টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এগিয়ে ছিল আর ইতিহাস সৃষ্টির থেকে এক পা দূরে ছিল। কিন্তু করোনার কারণে সব শেষ হয়ে গেল। যদিও, ইংল্যান্ড বোর্ড যেভাবে এর তথ্য দিয়েছে, তা লজ্জাজনক আর অবাক করা।

বলে দিই, প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই শোনা যাচ্ছিল যে, ম্যানচেস্টার টেস্ট একদিন পর শুরু হবে। কিন্তু এর কিছুক্ষণ পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দাবি করে যে, ভারতীয় টিম খেলবে না বলে জানিয়েছে। ইসিবি জানিয়েছে যে, বিসিসিআই-র সঙ্গে হওয়া কথাবার্তার পর পঞ্চম টেস্ট ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। ভারতীয় টিম করোনার বর্ধিত মামলা দেখে এই সিদ্ধান্ত নিয়েছে। টিম ইন্ডিয়া তাঁদের খেলোয়াড়দের তৈরি করতে পারেনি। এর কারণে ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচে জয়ী হয় আর সিরিজ ২-২ এ বরাবর হয়ে যায়।

এর একটু পরেই বিসিসিআই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দাবি নাকোচ করে দেয়। এরপর ইসিবি নিজেদের বয়ান থেকে পালটি মারে। BCCI সূত্র অনুযায়ী, এখন এই টেস্ট ম্যাচ পরে খেলা হবে। আপাতত এই সিরিজ ২-১ এ অমীমাংসিত হয়ে থাকবে।

BCCI সূত্র পরিস্কার জানিয়েছে যে, ভারত আর ম্যানচেস্টারের মধ্যে হওয়া পঞ্চম আর নির্ণায়ক টেস্ট ম্যাচ পরে খেলা হবে। বর্তমানে ভারত এই সিরিজে ২-১ এগিয়ে থাকবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর