রানের পাহাড়ের সামনে ধরাশায়ী ইংল্যান্ড, ব্রিটিশদের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল চেন্নাইতে প্রথম টেস্ট হারার মধুর প্রতিশোধ নিল। চেন্নাইয়ের চিপকে খেলা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে দেয়। এই জয়ের সাথে ভারতীয় টিম সিরিজে ১-১ এর বরাবরি তে চলে আসে। ভারতীয় টিমের এই সুন্দর জয়ের নায়ক হল অশ্বিন। গোটা ম্যাচে অশ্বিন আটটি উইকেট নেয় আর একটি সেঞ্চুরি করে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ৪৮২ রানের লক্ষ্য দিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে গোটা ব্রিটিশ টিম ১৬৪ রানে আউট হয়ে যায়।

চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ড টিম ৩ উইকেটে ৫৩ রান বানিয়েছিল। লরিন্স ১৯ আর অধিনায়ক জো রুট ২ রান করে আউট হয়। ভারতের তরফ থেকে অক্ষর প্যাটেল ২ আর অশ্বিন গতকাল ১ টি উইকেট নিয়েছিল। ব্রিটিশ টিমের সামনে পাহাড় প্রমাণ ৪৮২ রানের লক্ষ্য রেখেছিল টিম ইন্ডিয়া। আর জয়ের জন্য চতুর্থ দিনে ৭ উইকেট দরকার ছিল ভারতের।

X