নেই ৩ গুরুত্বপূর্ণ ক্রিকেটার! নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ এই ২ ব্যাটারকে খেলাতে বাধ্য হচ্ছেন রোহিত  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) দুর্দান্ত সিরিজ জয় এখন অতীত। আজ থেকে হায়দরাবাদের মাটিতে ভারতীয় দল (Team India) অভিযান শুরু করছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কেন উইলিয়ামসন হীন কিউয়িদের বিরুদ্ধে আজ জয় দিয়েই অভিযান শুরু করতে চান রোহিত শর্মারা (Rohit Sharma)। দু মাস আগে ভারতীয় তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে ১-০ ফলে সিরিজ ছেড়েছিল। নিজেদের ঘরের মাটিতে সেই ফলাফলের পুনরাবৃত্তি চাইবেন না বিরাট কোহলিরা (Virat Kohli)।

কিন্তু ভারতের এই লড়াই খুব একটা সহজ হবে না। তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়া এই সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। নিজেদের বিবাহের কারণে এই সিরিজ থেকে অব্যাহতি চেয়ে নিয়েছেন লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেল। সেই সঙ্গে চোটের জন্য ওডিআই ফরম‍্যাটে দুর্দান্ত ছন্দে থাকা শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন দল থেকে।

kishan kohli

এমন পরিস্থিতিতে ওডিআই ফরম‍্যাটে কম সুযোগ পাওয়া সূর্যকুমার যাদব, ঈশান কিষানদের কাছে বড় সুযোগ রয়েছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার। শ্রেয়সের পরিবর্তে দলে আসা রজত পতিদারের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদিও বোলিংয়ে শামি, সিরাজ, উমরানদের ওপরেই হয়তো ভরসা রাখতে চাইবেন রোহিত। গতকাল সাংবাদিক সম্মেলনে তেমন ইঙ্গিতই দিয়েছেন রোহিত।

যেহেতু শ্রেয়সের মতো ক্রিকেটারকে মিডল অর্ডারে পাবে না ভারতীয় দল, তাই খুব সম্ভবত ঈশান কিষানকে নিজের পরিচিত জায়গা, ওপেনিংয়ের বদলে ৪ নম্বরে খেলানো হতে পারে। তারপরে হয়তো মাঠে নামবেন সূর্যকুমার।

সম্ভাব্য ভারতীয় একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর