বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) এই মুহুর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর লখনউয়ের বিতর্কিত পিচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছিল ভারত। আজ আহমেদাবাদে সিরিজের শেষ এবং নির্ধারক ম্যাচ খেলতে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ জিতে সিরিজ দখল করতে চাইবে ভারতীয় দল।
নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ গুলিতে বারবার করে ব্যর্থ হয়েছে ভারতের টপ অর্ডার। শুভমান ওডিআই তে অসাধারন ফর্মে থাকলেও টি-টোয়েন্টিতে নিজের জাত চেনাতে ব্যর্থ। ঈশান কিষান দীর্ঘদিন টি-টোয়েন্টিতে বড় রান পাননি। রাহুল ত্রিপাঠীর অবস্থাও খুব একটা ভালো নয়। এমন অবস্থায় সিরিজ নির্ধারক এই ম্যাচে কিছু পরিবর্তন করতে দেখা যেতে পারে হার্দিককে।
পৃথ্বী শ, যিনি ঘরোয়া ক্রিকেটে প্রত্যেকটি ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, তিনি প্রথম দুটি ম্যাচে সুযোগ পাননি। আগ্রাসী এই ওপেনার কে হয়তো শেষ টি-টোয়েন্টি ম্যাচের সুযোগ দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এর জন্য হয়তো শেষ পর্যন্ত শুভমান গেলে এবং রাহুল ত্রিপাঠীর মধ্যে যে কোনও একজনকে বাদ পড়তে হবে। ইচ্ছা থাকলেও একজন উইকেট রক্ষক হওয়ায় ঈশান কিষাণকে হয়তো বাদ দিতে পারবেন না হার্দিক নিজেই।
বোলিং লাইনআপে কোনও পরিবর্তন দেখার সুযোগ কম। তিন রেগুলার স্পিনারকে নিয়েই আজ মাঠে নামবেন হার্দিক। মাভি বা উমরানের সঙ্গে অর্শদীপ দুই প্রধান পেসার হিসেবে দলে থাকবেন এবং প্রয়োজনে হার্দিক পান্ডিয়া হাত ঘোরাবেন। গত ম্যাচে ভারতীয় বোলিং যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: পৃথ্বী শ, ঈশান কিষান, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং