নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয়ের কারণ কী? উঠে এল কিছু তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ টি-২০ (Twenty20) বিশ্বকাপে ভারতীয় টিম (India National Cricket Team) নিজেদের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে খেলছে। টসে হেরে প্রথমে ব্যাট করে বিরাট কোহলিরা (Virat Kohli) মাত্র ১১০ রানই করতে পেরেছে। ভারতের হয়ে কোনও ব্যাটসম্যানই ভালো খেলতে পারেনি। রবীন্দ্র জাদেজা সবথেকে বেশি ২৬ রান করেছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট সর্বাধিক তিনটি উইকেট নিয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের ওপেনিং পার্টনারশিপ সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে। ইশান কিষান ৮ বলে ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে যায় আর লোকেশ রাহুল ১৬ বলে ১৮ রান বানিয়ে আউত হয়। কিউয়িদের বিরুদ্ধে বড় রান খাড়া করার জন্য পাওয়ার প্লে-র সঠিক ব্যবহার করার দরকার ছিল ভারতের, কিন্তু সেই গুরুত্বপূর্ণ ৬ ওভারে মাত্র ৩৫ রানই করতে পারে ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা যে ভুল শট খেলে আউট হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পিচে বল একটু স্লোই আসছিল, ভারতীয় ব্যাটসম্যানরা এমন স্লো পিচে খেলে বেশ অভ্যস্ত। তবে এই পিচে বড় শট মারার বদলে স্ট্রাইক রোটেট করার দরকার ছিল। ভারতীয়রা সেটা করতে ব্যর্থ হয়। বড়বড় শট মারতে গিয়ে কিউয়ি বোলারদের ফাঁদে পড়ে ভারতীয়রা। আর সবাই হাতে ক্যাচ দিয়ে মাঠের বাইরে চলে যায়।

IMG 20211031 220122

ম্যাচের আগে থেকেই ‘সোধি”কে ভারতীয়দের জন্য বড় বিপদ বলে ধরা হচ্ছিল, আর আখেরে তাই হয়েছে। নিজের জন্মদিনে সোধি পরপর দুই ওভারে রোহিত শর্মা আর বিরাট কোহলির উইকেট নিয়ে ভারতীয় দলের কোমর ভেঙে দেয়। এর থেকে এটা বোঝা যাচ্ছে যে, হাতে ৭ দিন সময় পেয়েও ভারতীয় ব্যাটসম্যানরা বিপক্ষ দলের বিরুদ্ধে কোনও প্ল্যান ছাড়াই মাঠে নেমেছিল।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর