কনকনে ঠান্ডায় মাঠে ঘন কুয়াশার চাদর! ম্যাচ কিছুক্ষণ বন্ধ হওয়ায় এই সুবিধা পাবে না ভারতীয় দল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ধর্মশালায় (Dharamsala) ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। রোহিত শর্মা (Rohit Sharma) টসে জেতার পর ভারতীয় দলের হয়ে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মহম্মদ শামির অসাধারণ বোলিং সত্ত্বেও ড্যারেল মিচেল (১৩০) ও রাঁচিন রবীন্দ্রর (৭৫) ব্যাটে ভর করে ভারতের সামনে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট খাড়া করতে পেরেছে কিউয়িরা।

সেই দান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। কিন্তু মাত্র পাঁচ রানের ব্যবধানে দুজনকে ড্রেসিংরুমে ফেরান কিউয়ি গতিদানব লকি ফার্গুসন। বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার ক্রিজে লড়াই করছিলেন ঠিকই। কিন্তু শেষ পর্যন্ত সকল ক্রিকেটাররা মাঠ ছাড়তে বাধ্য হন।

গত এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে বৃষ্টি বারবার ভিন্ন ঘটিয়েছে ভারতের খেলায়। চলতি বিশ্বকাপের আগেও ভারত দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেনি এই বৃষ্টির কারণেই। তবে এবার সম্পূর্ণ অন্য একটি কারণে খেলা বন্ধ করতে বাধ্য হলেন আম্পায়াররা।

আরও পড়ুন: রবীন্দ্র বনাম রবীন্দ্র যুদ্ধে ভারতকে হারালো নিউজিল্যান্ড! চাপে রোহিতের দল

ধর্মশালার কনকনে ঠান্ডায় আচমকাই কুয়াশার স্তর বাড়তে শুরু করে ম্যাচ চলাকালীন। ফলে দ্বিতীয় ইনিংসের ১৭ তম ওভার চলার সময় সকলকে থামাতে বাধ্য হোন আম্পায়ার। দৃশ্যমানতা ক্রমশই কমছিল স্টেডিয়ামের সবকটি আলো জ্বলজ্বল করে জ্বলতে থাকা সত্ত্বেও। ফলে অনির্দিষ্টকালের জন্য ম্যাচ বন্ধ রাখতে হয়।

আরও পড়ুন:-দলে ফিরেই পাকিস্তানকে যোগ্য জবাব দিলেন শামি! সিরাজ, বুমরা ৫ ম্যাচে যা করেননি, তা করলেন ১ ম্যাচেই

তবে শেষপর্যন্ত ম্যাচের কোনও ওভার সংখ্যা হ্রাস পায়নি। রাত ৮:৩৬ এর মধ্যে খেলা ফের আরম্ভ করতে পারলে তেমনটাই কথা ছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ খেলা বন্ধ হওয়ার পর ২০ মিনিট পরেই ফের আরম্ভ হয় সেটি। এই ঘটনা ক্রিকেটারদের চেয়েও দর্শকদের বেশি আনন্দ দিয়েছে। তবে আম্পায়রা জানিয়ে দিয়েছে এরপর মাঠে সর্বোচ্চ একটি ড্রিংস ব্রেক দেওয়া যাবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর