বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India National Cricket Team) আর নিউজিল্যান্ডের (New Zealand National Cricket Team) ম্যাচে কিউয়ি বোলার আজাজ প্যাটেল (Ajaz Patel) এক নতুন নজির গড়লেন। প্রথম ইনিংসের ভারতের ১০ উইকেট একাই নেওয়া আজাজ দ্বিতীয় ইনিংসেও আগুনের গোলা ছুঁড়ে দেন ব্যাটসম্যানদের দিকে। আজাজ দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন। আজাজ দ্বিতীয় টেস্টে মোট ১৪টি উইকেট নিয়েছেন। আর এই কাজ করেই তিনি নতুন এক রেকর্ড গড়ে ফেললেন। উনি মহান খেলোয়াড় ইয়ান বোথামের (Ian Botham) রেকর্ড ভেঙে দিয়েছেন।
নিউজিল্যান্ডের বোলার আজাজ প্যাটেল বিশ্বের প্রথম বোলার যিনি ভারতের বিরুদ্ধে একটি টেস্টে ১৪ উইকেট নিতে সফল হয়েছে। উনি দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ২২৫ রান দিয়ে ১৪ উইকেট নেন। ইংল্যান্ডের প্রাক্তন মহান অলরাউন্ডার ইয়ান বোথামের রেকর্ডও ভেঙে দেন তিনি। আজাজ ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০ উইকেট নিয়ে ভারতীয় মহান ক্রিকেটার অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়ে ফেলেন।
১৯৯৯ সালে অনিল কুম্বলে ভারতের মাটিতে একটি ইনিংসে পাকিস্তানের সব ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফিরিয়ে এই রেকর্ড গড়েছিলেন। এর আগে ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে জ্যাম লেকর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন।
তবে, আজাজের সাফল্যের দিনে ফুটে উঠতে পারল না নিউজিল্যান্ড দল। একা ১০ উইকেট নিয়ে আজাজ ভারতকে চিন্তায় ফেলেছিল ঠিকই, কিন্তু পাল্টা ব্যাট করতে নেমে গোটা নিউজিল্যান্ড দল ৬২ রানে অল আউট হয়ে যায়। যা নিউজিল্যান্ডের কাছে একটি লজ্জাজনক রেকর্ড। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৬ রানে ডিক্লেয়ার দিয়ে দেয়। এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে আবারও হোঁচট খায়। বর্তমানে নিউজিল্যান্ড ৫ উইকেট খুইয়ে ১৪০ রান করেছে। দ্বিতীয় টেস্টে ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র।