চমক দিলেন জয় শাহ, এশিয়া কাপে একই গ্রূপে রাখলেন ভারত ও পাকিস্তানকে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একবার এশিয়া কাপে (Asia Cup 2023) একই গ্রুপে স্লট রইলো ভারত (Team India) এবং পাকিস্তান (Pakistan Cricket Team)। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) সভাপতি জয় শাহ (Jay Shah) আজ, বৃহস্পতিবার এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপবিন্যাস প্রকাশ করেছেন। সেখানে যদিও এশিয়া কাপের ভেন্যুর কোনও উল্লেখ নেই।

প্রতিযোগিতাটি এই বছরের সেপ্টেম্বরে মাসে ওডিআই বিশ্বকাপের আগেই অনুষ্ঠিত হতে চলেছে। যোগ্যতাঅর্জনকারী একটি দেশের সাথে এক গ্রূপে রয়েছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান অন্য গ্রুপে রয়েছে।

গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে পরাজিত করার পর শ্রীলঙ্কাকে ২০২২ সালের এশিয়া কাপের বিজয়ী ঘোষণা করা হয়েছিল। ভারত গতবার ফাইনালে উঠতে পারেনি। সুপার ফোরে দুটি ম্যাচ হারার পর তাদের দেশে ফেরত আসতে হয়েছিল। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হার ভারতকে এগোতে দেয়নি। তবে গতবার প্রতিযোগিতাটি হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এবার আয়োজিত হতে চলেছে ওডিআই ফরম্যাটে।

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই এই টুর্নামেন্টের আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে, তবে এটি ওই দেশের মাটিতে নাও হতে পারে। কারণ ভারতীয় দল তাদের প্রতিবেশী দেশে ক্রিকেটারদের পাঠাতে নারাজ। এই নিয়ে বড় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিসিসিআই সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত জয় শাহ আগেই বলেছিলেন যে তারা চেষ্টা করছেন যাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে পাকিস্তানের বাইরে কোনও দেশে টুর্নামেন্টে আয়োজন করা যায়। কিন্তু পাকিস্তানের তরফ থেকে এই কথার তীব্র বিরোধিতা করা হয়েছিল গত বছর। এমনকি তৎকালীন পিসিবি সভাপতি রামিজ রাজা হুমকি দিয়েছিলেন যে ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানের না আসে তাহলে তারাও ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলতে যাবেন না।

X