ভারতকে ভয় পাচ্ছে পাকিস্তান, স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

বাংলা হান্ট ডেস্কঃ চলতি মাসেই কাশ্মীরে ৩৭০ নম্বর ও ৩৫ এ ধারা খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।তারপর থেকেই ভারতকে চাপে ফেলার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও ভারতকে চাপে ফেলতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে পাকিস্তান এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

এবার ভারতের ভয় রীতিমতো হাঁটু কাঁপছে পাকিস্তানের। ভারতের পরমাণু অস্ত্র ভান্ডার দেখে চোখ কপালে উঠেছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। ভারতের পরমাণু অস্ত্র ভান্ডার দেখার পর ইমরান খান বলেন, “ভারতের পরমাণু অস্ত্র ভান্ডার থেকে অন্য দেশ গুলি কতটা নিরাপদ এবার গুরুত্ব দিয়ে তা ভাবা উচিত। গোটা বিশ্বের কাছে এটা এমন একটা বিষয় যার প্রভাব শুধু পাকিস্তানেই নয়, পড়বে গোটা বিশ্বে। ”

imran khan 1200

ভারতে নাকি ৪০ লক্ষ মুসলিমের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে এমনটাও দাবি করেন ইমরান খান। ভারতকে যে এবার রীতিমতো ভয় পাচ্ছে পাকিস্তান তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কথাতেই স্পষ্ট।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর