বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরের ৩৭০ নং ধারা খারীজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। আর তারপর থেকেই ভারতের ওপর তেলে বেগুনে জ্বলে রয়েছে পাকিস্তান। ভারতকে চাপে ফেলতে ভারতের সাথে একাধিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। যদিও প্রধানমন্ত্রী ইমরান খানের এই সিদ্ধান্তে আরও ভেঙে পড়েছে পাকিস্তানের অর্থনীতি।
পাকিস্তানের তরফ থেকে একাধিকবার ভারতের সাথে যুদ্ধ করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি পাক সংসদে দাঁড়িয়ে ইমরান খান প্রকাশ্যে দ্বিতীয়বার পুলওয়ামা হামলা হওয়ার কথা বলেন। গতকাল পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ দাবি করে,ন অক্টোবর-নভেম্বর মাসেই নাকি পূর্ণমাত্রায় ভারত ও পাকিস্তানের যুদ্ধ হবে।
এর মধ্যেই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, জলপথে কচ্ছ এলাকা দিয়ে ভারতে প্রবেশ করতে পারে পাক কমান্ডো। আশঙ্কা করা হচ্ছে, কমান্ডো সাজিয়ে জইশ জঙ্গিদের এদেশে ঢোকানো হতে পারে।
এর মাঝেই আজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে তা উৎক্ষেপন করবে পাক সরকার। উৎক্ষেপণ করা হবে সিন্ধ থেকে থেকে। এই কারণেই আজ করাচী বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিশেষজ্ঞ মহল ও রাজনৈতিক মহল মনে করছেন এটা ভারতকে হুঁশিয়ারি দেওয়া ছাড়া আর কিছুই না।