করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গেল ভারত বনাম কাতার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ।

বিশ্ব ক্রীড়া সংস্থায় বড়সড় থাবা বসিয়েছে করোনা ভাইরাস। অলিম্পিক সহ আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট এই মুহূর্তে প্রশ্নের মুখে দাড়িয়ে রয়েছে। করোনা সংক্রমের জেরে বিভিন্ন টুর্নামেন্ট হয় পিছিয়ে যাচ্ছে নাহলে বাতিল হয়ে যাচ্ছে। এবার করোনা ভাইরাস বড়সড় থাবা বসালো ফুটবলে।

এবার করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গেল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। ভারত বনাম কাতারের যে ম্যাচ ছিল সেই ম্যাচটি পিছিয়ে গেল। আগামী 26 শে মার্চ ভুবনেশ্বরে হওয়ার কথা ছিল ভারত বনাম কাতারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। কিন্তু সুনীল ছেত্রীদের সেই ম্যাচ আপাতত স্থগিত করে দেওয়া হল ফিফার তরফে।

1927508963e9d4303d9351a1937e9319871cbdede

এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশে। সেই কারনেই ফুটবলারদের স্বাস্থ্যের কথা ভেবে ফিফার তরফে বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। ভারত বনাম কাতারের ম্যাচ ছাড়াও এই মার্চ মাসে আরও বেশ কয়েকটি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল। সেই সমস্ত ম্যাচ স্থগিত করে দিয়েছে ফিফা। তবে এই ম্যাচটি কবে হবে সেই ব্যাপারে এখনই কিছু জানায় নি ফিফা, জানা গিয়েছে ফিফার সাথে আলোচনা করে এই ম্যাচের পরবর্তী তারিখ জানাবে এশিয়া ফুটবল ফেডারেশন।

Udayan Biswas

সম্পর্কিত খবর