ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মোহালিতে ভারত অধিনায়ক বিরাট কোহলির একাই ধ্বংস করে দেন প্রোটিন বোলিং লাইন আপকে। অধিনায়ক কোহলি একাই 52 বলে 72 রান করে ভারতকে এই ম্যাচে জয় এনে দেন, ম্যাচের সেরা হয়েছেন তিনি। আর অধিনায়ক বিরাট কোহলির ব্যাটের উপর ভর করে এই ম্যাচটি ভারতীয় দল 7 উইকেটে জিতে নেয়। আর বিরাট কোহলির এই ধারাবাহিক পারফরম্যান্সই ভাবাচ্ছে প্রোটিয়া শিবিরকে।
অপরদিকে এই সিরিজের তৃতীয় ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামই হল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ঘরের মাঠ। অর্থাৎ আইপিএলে কোহলি যে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক তারই ঘরের মাঠে রয়েছে এই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আর এই মাঠে রয়েছে কোহলির দুর্দান্ত টি-টোয়েন্টি ব্যাটিং রেকর্ড। এই মাঠে মাত্র 84 টি ইনিংস খেলেই ভারত অধিনায়ক কোহলি করে ফেলেছেন 2681 রান, কোহলির এই মাঠে গড় 36.22। এই মাঠেই T-20 ম্যাচে কোহলির ব্যাট থেকে এসেছে তিন তিনটি সেঞ্চুরি এবং 18 টি হাফ সেঞ্চুরি।
এই মাঠ রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ঘরের মাঠ বলেই এই মাঠে এত বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কোহলি। যেটা যে কোন প্লেয়ারের একটি মাঠে খেলা সবথেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচের রেকর্ড। আর এত গুলি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ফলে এই মাঠ সম্পর্কে কোহলির খুবই সুন্দর অভিজ্ঞতা রয়েছে এবং এই মাঠে কোহলির রয়েছে ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্স।
একদিকে কোহলির সুন্দর ব্যাটিং ফর্ম অপরদিকে এতগুলি ম্যাচ খেলা স্টেডিয়াম অর্থাৎ এই চেন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির পূর্বের রেকর্ড কার্যত ভাবাকে প্রোটিয়া শিবিরকে।