বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানের ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। শ্রীলঙ্কার হয়ে প্রথম ম্যাচে কার্যত একক লড়াই লড়েছেন তাদের অধিনায়ক দাসুন শানাকা (Dasun Shanaka)। বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় দলকে প্রথম ইনিংসে শতরান করে ৩৭৩ অবধি পৌঁছাতে সাহায্য করেছিলেন। তবে তিনি ছাড়াও ভালো ব্যাটিং এবং বড় রান করেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল (Shubman Gill)।
এরপর ভারতীয় দলের বোলাররাও যথেষ্ট ভালো মানের পারফরম্যান্স করেছেন বর্ষাপাড়া স্টেডিয়ামের পাটা উইকেটে। উমরান মালিক ৩ উইকেট নেন, মহম্মদ সিরাজ কৃপণ বোলিং করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন। স্পিনাররাও পিচের চরিত্রের কথা মাথায় রাখলে ভালোই বোলিং করেছেন। এবার আজ দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ দখলের লক্ষ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবেন রোহিতরা।
ইডেনেও বড় রানের আশায় রয়েছেন সমর্থকরা। ইডেন মূলত রোহিত শর্মার পয়া। ইডেন তাকে খালি হাতে ফেরায় না সাধারণত। ওডিআই ক্রিকেটে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটি কলকাতার ইডেন গার্ডেন্সেই করেছিলেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে। তবে তার পাশাপাশি ছন্দে থাকা বিরাট কোহলির ব্যাট থেকেও রান চাইবেন তারা।
ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা মহম্মদ শামির জন্য প্রথম ম্যাচটা ভালো যায়নি। সিনিয়র ও অভিজ্ঞ হওয়া সত্ত্বেও গত ম্যাচে প্রচুর রান বিলিয়েছেন তিনি। তবে নিজের ঘরোয়া ক্রিকেটের সঙ্গী ইডেনে নিজেও ছন্দে ফিরতে চাইবেন তিনি। শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার পাশাপাশি ডেথ ওভারে লঙ্কান অধিনায়ক শানাকাকে থামানোর দায়িত্বও থাকবে তার ওপর। দলে পরিবর্তনের সম্ভাবনা কম।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, উমরান মালিক, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার