ওয়েস্ট ইণ্ডিজকে ২৬৯ রানের টার্গেট দিল ভারত

গৌরনাথ চক্রবর্ত্তী, ২৭ জুনঃ ম্যাঞ্চেস্টারে মাইলস্টোন ছুলেন বিরাট কোহলি।বৃহস্পতিবার বিশ্বকাপে ভারত ও ইণ্ডিজ মুখোমুখি হয়েছে।এদিন টসে জিতে ভারত ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।বিরাট কোহলি ব্যক্তিগত ৩৭ রান করার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ হাজার রান পূর্ণ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় ভারতীয় ও বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসাবে ২০ হাজার ক্লাবের সদস্য হলেন ভারত অধিনায়ক।
এদিন ব্যাটিং -এর শুরুতেই রোহিত শর্মা আউট হন।রোহিত ২৩ বলে ১৮ রান করেন।লোকেশ রাহুল ৬৪ বলে ৪৮ রান করেন।কোহলি ৮২ বলে ৭২ রানে আউট হন।বিজয় শংকর ১৯ বলে ১৪ রান করেন।কেদার যাদব ১০ বলে ৭ রান করেন।পাণ্ডিয়া ৩৮ বলে ৪৬ রানে আউট হন।শামি ০ রানে আউট হন।ধোনী ৬১ বলে ৫৬ রানে অপরাজিত থাকে।ভারত ৭ উইকেটে ২৬৮ রান করে।

61b1a 1561589707 india vs west indies২৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইণ্ডিজ ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রান তোলে।


সম্পর্কিত খবর