১০০রানের মধ্যে বান্ডেল ক্যারিবিয়ানরা

গৌরনাথ চক্রবর্ত্তী, ৩ আগষ্টঃজয় দিয়ে ওয়েষ্ট ইণ্ডিজের সফর শুরু করল ভারত।ভারত তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৪ উইকেটে হারালো ক্যারিবিয়ানদের।এরফলে তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল। এদিন ৯৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারত ১৭.২ ওভারে ৬ উইকেটে ৯৮ রান তোলে।

শনিবার ফ্লোরিডায় ভারত ও ওয়েষ্ট ইণ্ডিজের মধ্যে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়।এই টি-২০ সিরিজ দিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দীর্ঘ সফর শুরু করে বিরাট বাহিনীর ভারত।
এদিন টসে জিতে ভারত অধিনায়ক ফিল্ডং করার সিদ্ধান্ত নেন।শুরু থেকেই ভারতীয় বোলাররা দাপট দেখাতে শুরু করে।ভারতীয় বোলারদের দাপটে ক্যারিবিয়ানরা ব্যাকফুটে।নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে ওয়েষ্ট ইণ্ডিজ।
ক্যাম্পবেল ০ রানে আউট হন।লুইস ০ রানে আউট হন।পুরণ ২০ রান করেন।হেটমার ০ রানে আউট হন।নারিন ২ রান করেন।ব্রাথওয়েট ৯ রান করেন।একমাত্র লড়াই করেন কিরণ পোলার্ড। তিনি ৪৯ বলে ৪৯ রান করেন।ভারতের পক্ষে নবদীপ সাইনি ৩ টি উইকেট নেন।ভুবনেশ্বর ২ টি উইকেট পান।রবীন্দ্র জাড়েজা,ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর ও খালিল আহমেদ প্রত্যেকেই ১ টি করে উইকেট নেন।জয়ের জন্য ৯৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নামে ভারত।শুরুতেই শিখর ধাওয়ান ১ রানে আউট হন।

রোহিত শর্মা ২৫ বলে ২৪ রান করেন।ঋষভ পন্থ ০ রানে আউট হন।বিরাট কোহলি ২৯ বলে ১৯ রান করেন।মণীশ পাণ্ডে ১৪ বলে ১৯ রান করেন।ক্রুণাল পাণ্ডিয়া ১৪ বলে ১২ রান করেন।জাড়েজা ১০ রানে অপরাজিত থাকেন।

images 12 1 Screenshot 2019 0804 092314ওয়াশিংটন সুন্দর ৮ রানে অপরাজিত থাকেন।ওয়েষ্ট ইণ্ডিজের পক্ষে কোটলি,নারিন ও পল প্রত্যেকে ২ টি করে উইকেট পান।এখন সবারই চোখ দ্বিতীয় ম্যাচের দিকে।দ্বিতীয় ম্যাচে ভারত জিতলে সিরিজ জিতে যাবে ভারত।অন্যদিকে ওয়েষ্ট ইণ্ডিজ জিতলে সিরিজে সমতায় আসবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর