গৌরনাথ চক্রবর্ত্তী- দ্বিতীয় টি-২০ ম্যাচে ডাকওয়ার্থ লুইসের নিয়মের ভিত্তিতে ভারত ২২ রানে ওয়েষ্ট ইণ্ডিজকে হারায় এবং এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল।তিন ম্যাচের সিরিজের ভারত ২-০ এগিয়ে।
ভারত ও ওয়েষ্ট ইণ্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি রবিবার ফ্লোরিডার মাঠে অনুষ্ঠিত হয়।
এদিন টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।ভারতের দুই ওপেনার শিখর ও রোহিতদারুণ শুরু করেন।প্রথম উইকেটে ৭.৫ ওভারে ৬৭ রানের পার্টনারশিপ করেন।শিখর ১৬ বলে ২৩ রান করেন।রোহিত এদিন হাফসেঞ্চুরি করেন।রোহিত টি-২০তে ১৭তম হাফসেঞ্চুরি করেন এদিন।রোহিত ৫১ বলে ৬৭ রানে আউট হন।অধিনায়ক বিরাট কোহলি ২৮ রান করেন।ঋষভ পন্থ আবার ব্যর্থ।এদিন ৪ রানে আউট হন ঋষভ। মনীষ ৬ রান করেন।ক্রুনাল পাণ্ডিয়া ২০ রানে অপরাজিত থাকেন।জাডেজা ৯ রানে অপরাজিত থাকেন।ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান তোলে।ওয়েষ্ট ইণ্ডিজের পক্ষে শেল্ডন কাটরেল ও থমাস ২ টি করে উইকেট নেন।
১৬৮ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ওয়েষ্ট ইণ্ডিজ। শুরুতেই উইকেট হারায়। এভিন লুইস ০ রানে আউট হন।সুনীল নারিন ৪ রানে আউট হন।পুরণ ১৯ রান করেন।ভারতের পক্ষে ভুবনেশ্বর ও ওয়াশিংটন সুন্দরম ১ টি করে উইকেট নেন।ক্রুনাল পাণ্ডিয়া ২ টি উইকেট পান।
পাওয়াল ৫৪ রান করেন।ওয়েষ্ট ইণ্ডিজ ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তোলে সেইসময় বৃষ্টি ও খারাপ আলোর জন্য ম্যাচ বন্ধ করতে হয়।খারাপ আলোর কারণে ভারত ডাকওয়ার্থ লুইসের নিয়মে ২২ রানে এই ম্যাচ জিতে নেয়।সঙ্গে সঙ্গে সিরিজও জিতে নেয়।তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল।