কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ দীর্ঘদিন ধরে এই দাবি চলে আসলেও আসলে কাশ্মীর ভারতেরই অংশ তা কার্যত প্রমাণিত হয়েছে কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহারের বিল পাশ করার পর৷ যদিও চলতি বছরের অক্টোবর মাসে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করা হবে৷ কিন্তু তার আগে কাশ্মীরকে ছিনিয়ে নিতে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান৷ কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের শাসনে অখুশি তাই তারা ভারতেরই অংশ হতে চাই, তাই নিজেদের স্বার্থে পাক অধিকৃত কাশ্মীরকে ভারত তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়াল৷ প্রধানমন্ত্রীর দ্বিতীয় জমানায় কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার ঐতিহাসিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস, তাই বিষয়টিকে হজম করতে না পেরে কাশ্মীর ইস্যুকে নিয়ে বারবার অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান বলেন তিনি৷
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বার বার শুর ছড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ কাশ্মীরের জন্য যত দূর যেতে হয় ততদূর তিনি যাবেন বার বার বলে আসছেন তিনি৷ তবে এ দিন রামদাস অটওয়াল বলেছেন, পাকিস্তান যদি স্ব ইচ্ছায় কাশ্মীরকে ভারতের হাতে তুলে দেয় সে ক্ষেত্রে আদতে কাশ্মীরের প্রভূত উন্নতি হবে৷ কারণ ভারত কাশ্মীরের উন্নতি খাতে সমস্ত রকমের বিনিয়োগ করতে রাজি হয়েছে৷ এমনকি এই প্রস্তাবে যদি পাকিস্তান রাজি হয় সে ক্ষেত্রে পাকিস্তানকে সর্বোতভাবে সাহায্য করতে চায় ভারত এমনটাও বলেছেন রামদাস৷ পাশাপাশি কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহারের পর সেখানে শান্তি বিরাজ করছে বলেও দাবি রামদাসের৷
অন্য দিকে পাকিস্তানের বিরুদ্ধে এক হাত নিয়ে রামদাস ভারতকে লক্ষ্য করে যে যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তান তা নিয়ে যথেষ্টই নিন্দা করেছেন৷ এমনকি কারগিলের মতো ভয়াবহ যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানের পরাজয়ের কথাও মনে করিয়েছেন৷ অন্য দিকে কাশ্মীরের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় সে ক্ষেত্রে কেন্দ্র শাসিত অঞ্চলের তকমা তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন রামদাস অটওয়াল৷