বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে রবিবার তৃতীয় একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। দক্ষিণ আফ্রিকা দুই ওয়ানডে সিরিজেই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে সিরিজ ২-০ ফলে জিতে নেয়। তারা চাইবে ভারতকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় করতে। অপরদিকে ভারতের লক্ষ্য হবে সম্মানরক্ষা। চলতি বছরে টানা চার ম্যাচে হারের মুখ দেখেছে ভারত। দক্ষিণ আফ্রিকা সফরের ফাইনাল ম্যাচে জিতে সেই ক্ষতয় কিছুটা প্রলেপ লাগাতে চাইবে রাহুল, বুমরা-রা।
সিরিজের দুটি ওয়ান ডে-তেই হতাশাজনক পারফরম্যান্স করেছে ভারত। ব্যাটিং অত্যন্ত নিম্ন মানের। প্রথম ম্যাচে অর্ধশতরান করার পর দ্বিতীয় ম্যাচে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার খাতা খোলার আগেই আউট হয়ে যান। শ্রেয়াস আইয়ার দুই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ। নবাগত ভেঙ্কটেশ আইয়ার দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ২২ রান করলেও তিনিও সামগ্রিক ভাবে ব্যর্থ। আজ তাদের কারোর বদলে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব।
ভারতের বোলিংয়েও উদ্ধাবনী শক্তির অভাব ছিল এবং বুমরা ছাড়া কাউকেই একেবারেই ভয়ঙ্কর দেখায়নি। ভুবনেশ্বর কুমারকে টানা দুই ম্যাচেই শোচনীয় পারফরম্যান্স করতে দেখা গেছে। শার্দূল ঠাকুরও প্রথম ম্যাচে বিশ্ৰী ভাবে রান বিলিয়েছেন। আজ ভুবনেশ্বর কুমারের বদলে দীপক চাহার কিংবা প্রসিদ্ধ কৃষ্ণ-কে খেলিয়ে দেখতে পারে ভারত।
দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল মাঝের ওভার গুলিতে উইকেট নেওয়ায় অক্ষম ছিলেন যা উভয় খেলায় দক্ষিণ আফ্রিকাকে আধিপত্য তৈরি করতে দেয়। দু’জনই দুটি ওয়ান ডে-তে মাত্র একটি করে উইকেট নিতে পেরেছেন। ভারত যদি বোলিং বিভাগে অনেক পরিবর্তন আনে তবে অবাক হওয়ার কিছু নেই।