ভারতের অস্ত্র জিতল ইউরোপের মন! আর্মেনিয়া-ফ্রান্সের পর এবার এই দেশ চাইছে “ব্রহ্মাস্ত্র”

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সারা বিশ্বে ভারতীয় অস্ত্র দ্রুত জায়গা করে নিচ্ছে। শুধু তাই নয়, ভারতের (India) অস্ত্র রফতানিও ক্রমাগত বাড়ছে। তবে, এনার ভারতীয় অস্ত্র ইউরোপের দেশগুলিও পছন্দ করছে। ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে রুশ হামলার আশঙ্কায় রয়েছে ইউরোপ। ঠিক এই আবহেই, স্পেন ভারতের পিনাকা মাল্টি-ব্যারেল রকেট সিস্টেম কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে।

ভারতের (India) অস্ত্রে মুগ্ধ গোটা বিশ্ব:

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে আজারবাইজানের সঙ্গে যুদ্ধের হুমকিতে থাকা আর্মেনিয়া ভারতের (India) কাছ থেকে এই শক্তিশালী রকেট কিনেছিল। এরপর ফ্রান্সও ভারতের কাছ থেকে পিনাকা রকেট সিস্টেম কেনার ইচ্ছে প্রকাশ করে। ভারতের এই রকেট সিস্টেমের নামকরণ করা হয়েছে ভগবান শিবের ধনুক পিনাকের নামে। এটি DRDO তৈরি করেছে।

India weapons won the hearts of Europe.

IDRW-র রিপোর্ট অনুযায়ী, স্পেন ভারতের (India) স্বদেশী পিনাকা রকেট সিস্টেম কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। এই তথ্য জানিয়েছেন সোলার ডিফেন্স কোম্পানির চেয়ারম্যান। ইতিমধ্যেই ভারত আর্মেনিয়াকে পিনাকা রকেট সিস্টেম সরবরাহ করেছে এবং এই বিষয়ে ফ্রান্সের সাথেই আলোচনা চলছে। যেটি ইঙ্গিত দেয় যে বিশ্বব্যাপী ভারতীয় অস্ত্রের চাহিদা বাড়ছে। পিনাকা রকেট সিস্টেম তৈরিতে সোলার ডিফেন্স কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায়, যদি স্পেন ভারতীয় পিনাকা সিস্টেম কিনে নেয়, সেক্ষেত্রে এটি তার সেলিম সিস্টেমকে প্রতিস্থাপন করবে। বা সেটির সাথেই এই সিস্টেম স্প্যানিশ সেনাবাহিনীতে যোগ দেবে।

আরও পড়ুন: ফের পরাজয়! মুম্বাইয়ের বিরুদ্ধে হেরে গিয়ে IPL-এর নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন KKR-এর এই খেলোয়াড়

ইজরায়েলের কাছ থেকে পালস রকেট কিনেছে স্পেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ইউরোপের বাজারে পিনাকা রকেট সিস্টেম বিক্রি করতে চায় সোলার ডিফেন্স কোম্পানি। ভারত (India) এখনও পর্যন্ত ১০০ টি দেশকে বিভিন্ন ধরণের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে। এক্ষেত্রে পিনাকা রকেট সিস্টেমের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। স্পেনের সেলিম সিস্টেম ইজরায়েলের পালস রকেট সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি। যা ইলবিট সিস্টেম কোম্পানি দ্বারা নির্মিত। ২৯২৩ সালে, স্প্যানিশ আর্মি সেলিম সিস্টেম প্রদানের জন্য ৭০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছিল। যেখানে ১২ টি লঞ্চার এবং সাপোর্ট ভেহিক্যাল অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার তুলছে ঝড়! মাত্র ৫ বছরেই ১ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৩৭ লক্ষ

স্পেনের সেলিম সিস্টেম ৪০ কিলোমিটার পর্যন্ত ১০ টি রকেট নিক্ষেপ করতে পারে। এটিতে ৪ টি অতিরিক্ত রকেট রয়েছে। যা ১৫০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে। এরপরেও স্পেন তার আর্টিলারি সক্ষমতা শক্তিশালী করতে চায় এবং সেই কারণে পিনাকা রকেট সিস্টেম নিয়ে আলোচনা চলছে। পিনাকা এমকে ১ রকেট সিস্টেমের রেঞ্জ ৩৮ কিমি। এমকে ২ ভেরিয়েন্টের রেঞ্জ ৭৫ কিমি। ১২০ কিমি, ১৫০ কিমি এবং ২০০ কিমি রেঞ্জ সহ এর ভেরিয়েন্টে কাজ চলছে। সেলিমের সাথে স্পেন পিনাকাকে নিলে তার শক্তি বহুগুণ বেড়ে যাবে। জানিয়ে রাখি , পিনাকা সিস্টেম মাত্র ৪৪ সেকেন্ডে ১২ টি রকেট নিক্ষেপ করতে পারে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X