পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এবার নিয়ম রক্ষার ম্যাচে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে দিল মিতালি রাজ, হরমনপ্রীত কউররা। ভারতীয় মেয়েরা 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে 5-0 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে সিরিজ নিজেদের পকেটে ভরে নিল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে ক্যারিবিয়ানদের পরাস্ত করেছিল ভারতীয় মহিলারা।
এই ম্যাচে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর কে বিশ্রাম দেওয়া হয়েছিল ফলে ভারতীয় দলকে এই ম্যাচের নেতৃত্ব দিয়েছিল স্মৃতি মন্ধনা। ভারতীয় দলের অধিনায়ক স্মৃতি মন্ধনা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং নির্ধারিত কুড়ি ওভারে 3 উইকেট হারিয়ে ভারতীয় দল 134 রান তুলতে সক্ষম হয়। এদিন ভারতের হয়ে হাফ সেঞ্চুরি করেন বেদা কৃষ্ণমূর্তি এবং জেমিমা রডরিগেজ।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে 7 উইকেট হারিয়ে 73 রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। আর ক্যারিবীয়দের এত কম রানে আটকে দেওয়ার সুবাদে 61 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারতীয় মহিলা দল।
এইদিন ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। ওপেনার স্মৃতি মন্ধনা সাত রান এবং শেফালি বর্মা মাত্র 9 রান করেই ফিরে যান। এইদিন ভারতের দাপুটে বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজের কোন খেলোয়ারই মাথা তুলে দাঁড়াতে পারেনি। ব্যাটসম্যান কিশোনা নাইটের 22 রান ছাড়া কেউই তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি।