বাংলা হান্ট ডেস্কঃ সংবাদ সংস্থা ANI সম্প্রতি টুইটারে একটি টুইটের মাধ্যমে জানিয়েছে যে, ভারত সরকার শীঘ্রই 54টি চীনা অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে। সূত্র জানায়, সরকার মনে করছে এই অ্যাপগুলো দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এবং তাই শিগগিরই এগুলো নিষিদ্ধ করার আদেশ জারি করা হবে। এই অ্যাপগুলির মধ্যে AppLock এবং Garena Free Fire-র মতো অনেক জনপ্রিয় অ্যাপ রয়েছে।
ANI আগে টুইট করে এই তথ্য দিয়েছে যে, সরকার 54টি চীনা অ্যাপ নিষিদ্ধ করছে। এর পেছনের কারণ দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। সরকারের মতে, চীন এবং ভারতের মধ্যে কঠোর পরিস্থিতিতে এই 54টি চীনা অ্যাপ দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এবং তাই সেগুলোকে নিষিদ্ধ করা প্রয়োজন।
Govt of India to ban 54 Chinese apps that pose a threat to India’s security: Sources
— ANI (@ANI) February 14, 2022
আপনাদের বলে দিই যে, বর্তমানে সরকার যে অ্যাপগুলি নিষিদ্ধ করছে সেগুলির নামের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। তবে যে নামগুলি এসেছে তা হল বিউটি ক্যামেরা: সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা: সেলফি ক্যামেরা, ইকুয়ালাইজার এবং বেস বুস্টার, ক্যামকর্ড ফর সেলসফোর্স এন্ট, আইসোল্যান্ড 2: অ্যাশেস অফ টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অ্যাপলক এবং ডুয়াল স্পেস লাইট।
জানিয়ে রাখি, সরকার এই প্রথম এমন সিদ্ধান্ত নিচ্ছে না। গত বছরও সরকার PUBG, Tiktok এবং Cam Scanner-এর মতো অনেক অ্যাপ নিষিদ্ধ করেছিল।