বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) আইটি হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে একটি নতুন দিক এবার পরিলক্ষিত হচ্ছে। যেটি প্রত্যক্ষভাবে পড়শি দেশ চিনের (China) জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাইওয়ানের কোম্পানি MSI-এর সহযোগিতায় ভারত তার ইলেকট্রনিক্স উৎপাদনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই চেন্নাইতে Syrma SGS Technology Limited আধুনিক ল্যাপটপ তৈরির জন্য একটি নতুন অ্যাসেম্বলি লাইন তৈরি করছে। এই নতুন অ্যাসেম্বলি লাইনের শিলান্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে, ভারতে ক্রমবর্ধমান ইলেকট্রনিক্স উৎপাদন চিনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। কারণ, ওই দেশ হার্ডওয়্যারের বৃহত্তম প্রস্তুতকারী হিসেবে বিবেচিত হয়।
বড় পদক্ষেপের পথে ভারত (India):
তাইওয়ানের কোম্পানির সাথে অংশীদারিত্ব: জানা গিয়েছে যে, Sirma SGS তাইওয়ানের কোম্পানি MSI-এর সাথে অংশীদারিত্ব করেছে, যেটি AI-পাওয়ার্ড পার্সোনাল কম্পিউটারের একটি বৃহৎ কোম্পানি হিসেবে বিবেচিত হয়। এই নতুন অ্যাসেম্বলি লাইনে MSI ল্যাপটপও তৈরি করা হবে। এই পদক্ষেপটি ল্যাপটপ এবং অন্যান্য আইটি হার্ডওয়্যার উৎপাদনের ক্ষেত্রে ভারতের ইতিবাচক দিকটি প্রকাশ করবে এবং ভারতকে (India) ইলেকট্রনিক্সের একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলবে। এদিকে এই উদ্যোগ ভারতের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি “মেক ইন ইন্ডিয়া” মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারতের নতুন পদক্ষেপ: এদিকে, ভারত (India) সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ “PLI ২.০” স্কিমের মাত্র ১৮ মাসের মধ্যে নতুন ইউনিট শুরু হয়েছে এবং এটি তামিলনাড়ুতে চলছে। এর আওতায় “মেড ইন ইন্ডিয়া” ল্যাপটপ তৈরিও শুরু হয়েছে। এই ১৮ মাসে, ৩,৯০০ কর্মসংস্থানের পাশাপাশি ১০,০০০ কোটি টাকার উৎপাদন হয়েছে।
আরও পড়ুন: ফের চমক ভারতীয় রেলের! তৈরি করল বিশ্বের সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ইঞ্জিন, এই রুটে হবে পরীক্ষা
প্রসঙ্গত উল্লেখ্য যে, তামিলনাড়ুতে Sirma SGS-এর নতুন অ্যাসেম্বলি লাইন প্রতি বছর হাজার হাজার ল্যাপটপ তৈরি করবে। প্রধানমন্ত্রী মোদীর “আত্মনির্ভর ভারত” মিশনে উৎসাহ প্রদান করে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান, এটি ভারতে (India) ইলেকট্রনিক্সের ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়াবে এবং দেশের আইটি হার্ডওয়্যার শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছতে সহায়তা করবে।
আরও পড়ুন: সর্বনাশ! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অবসর নেবেন টিম ইন্ডিয়ার এই কিংবদন্তি প্লেয়ার? দিলেন ইঙ্গিত
চিনের জন্য চ্যালেঞ্জ: জানিয়ে রাখি, ভারত (India) ও তাইওয়ানের এই জোট থেকে চিন নতুন হুমকি অনুভব করতে পারে। চিন বর্তমানে আইটি হার্ডওয়্যার এবং ল্যাপটপের বৃহত্তম উৎপাদনকারী দেশগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখন ভারতের এই নতুন উদ্যোগ, বিশেষ করে তাইওয়ানের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি চিনের জন্য সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও, ভারতের বাজারে ল্যাপটপের উৎপাদন ও সরবরাহের ক্রমবর্ধমান প্রচেষ্টার কারণে চিনের উৎপাদন ক্ষমতা চ্যালেঞ্জ হতে পারে। ভারত শুধু অভ্যন্তরীণ বাজারে ল্যাপটপের ক্রমবর্ধমান চাহিদা মেটাবে না, এর পাশাপাশি বিশ্বব্যাপী বাজারে তার চিহ্ন তৈরি করার দিকেও এগিয়ে যাবে। এই কারণে চিনা কোম্পানিগুলিকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।