‘আত্মনির্ভর’ ভারত এবার akash missile বিক্রি করবে অন্যদেশকে

পৃথিবীর অস্ত্র রপ্তানি কারক দেশের তালিকায় খুব শীঘ্রই অন্তর্ভুক্ত হতে চলেছে ভারত (india)। ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি Akash missile এবার রপ্তানি করা হবে অন্য দেশে। আজ কেন্দ্রের তরফে এই বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

images 2020 12 30T215640.343

 

কয়েক দশক আগে পর্যন্ত বিভিন্ন উন্নত দেশগুলির কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে হত ভারতকে। কিন্তু গত কয়েক দশকে সেই ছবিটা অনেকটাই বদলেছে, যার অন্যতম প্রধান কারিগর ড. এপিজে আব্দুল কালাম। বর্তমানে চীনের সাথে উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর’ হওয়ার ডাকে সাড়া দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ভারত। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে এখন অনেকটাই আত্মনির্ভরশীল দেশ। এবার অন্য দেশকেও মিসাইল বিক্রি করবে ভারত।

প্রায় সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল এবার বিদেশি রপ্তানি করা হবে। টুইট করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন এই তথ্য। ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায় এই আকাশ মিসাইল। পাল্লা ২৫ কিলোমিটার। এই মিসাইল ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা ও স্থল বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে।

ইতিমধ্যেই এই মিসাইল রপ্তানি নিয়ে একটি কেন্দ্রীয় কমিটি গড়া হয়েছে। জানা যাচ্ছে, ভারত আকাশের যে মডেলটি ব্যাবহার করে তা বিদেশে রপ্তানি করা হবে না। রপ্তানির জন্য বানানো হবে আলাদা মডেল। এছাড়াও ভারতের Coastal Surveillance System, Radars and Air platforms এর মতো প্রযুক্তি কিনতেও বিভিন্ন দেশ আগ্রহী বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এবার অস্ত্র রপ্তানিতেও নাম লেখাতে চলেছে ভারত

সম্পর্কিত খবর