বরাত এসেছে একাধিক দেশ থেকে, এবার স্বদেশী রকেট লঞ্চার বিদেশে রফতানি করবে ভারত

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি “পিনাকা” রকেট লঞ্চারটি (Pinaca Rocket Launcher) কিনতে আগ্রহ প্রকাশ করছে একাধিক দেশ। শুধু তাই নয়, ইতিমধ্যেই DRDO (Defence Research and Development Organisation)-র তৈরি করা পিনাকা রকেট লঞ্চারের জন্য আর্মেনিয়া (Armenia) থেকে বরাত এসেছে বলেও জানা গিয়েছে। যার ফলে দ্রুত এই অস্ত্র বিদেশে রফতানি করতে চলেছে ভারত। খবর অনুযায়ী, আগামী দু’বছরের মধ্যেই এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পাঠানো হবে আর্মেনিয়ায়। ইতিমধ্যেই সেই সংক্রান্ত প্রস্তুতিও জোরকদমে শুরু হয়ে গিয়েছে।

তবে, আর্মেনিয়ার পাশাপাশি, খুব শীঘ্রই আফ্রিকার দেশ নাইজেরিয়া এবং এশিয়ার দেশ ইন্দোনেশিয়া থেকেও এই রকেট লঞ্চারের জন্য বরাত আসতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তারা এটি কেনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আপাতত পিনাকা রকেট লঞ্চারের তিনটি উন্নততর সংস্করণের বরাত দেওয়া হয়েছে আর্মেনিয়া থেকে।

এদিকে, ইতিমধ্যেই গুজরাতের গান্ধী নগরে ভারত সাম্প্রতিক কালের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সবচেয়ে বড় প্রদর্শনী ডেফএক্সপো ২০২২-এর আয়োজন করেছে। গত ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ওই প্রদর্শনীতে পিনাকার নতুন সংস্করণও প্রদর্শিত হয়েছে। ডেফএক্সপো ২০২২-এ অংশগ্রহণ করেছে মোট ৭৫ টি দেশ। এর পাশাপাশি, ৩৩টি দেশের ৩৩ জন মন্ত্রী ছাড়াও ১৩৪০ টি ভারতীয় সংস্থাও অংশগ্রহণ করেছে ওই প্রদর্শনীতে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পিনাকা রকেট লঞ্চার কার্গিলের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। মূলত, DRDO-র তরফে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহারের জন্যই এই রকেট লঞ্চার প্রস্তুত করা হয়। শিবের ধনুক পিনাকের নামে রকেট লঞ্চারটির নামকরণ করা হয়েছিল। তবে, পিনাকা রকেট লঞ্চারের নতুন সংস্করণটি পূর্বের তুলনায় অনেক বেশি উন্নত এবং শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি, পিনাকার কার্যকালের মেয়াদ ১০ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে।

pinakamissile 1661924541

শুধু তাই নয়, এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ওই রকেট লঞ্চারের দূরের বস্তুকে আঘাত করার ক্ষমতাও। মূলত, এটির রেঞ্জ ৪০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৪৫ কিলোমিটার করা হয়েছে। এমতাবস্থায়, পিনাকার প্রসঙ্গে সোলার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সত্যনারায়ণ ন্যুয়াল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘নতুন পিনাকার চাহিদা ক্রমশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই আমরা রফতানির জন্যও বরাত পেতে শুরু করেছি। দু’বছরের মধ্যে জোগান দিতে হবে। সেই কারণে আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি।’’

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর