বড়সড় ঘোষণা রেলের! বেশ কিছুদিন চলবে না উত্তরবঙ্গগামী অনেক ট্রেন, ভোগান্তি এড়াতে লিস্ট দেখুন

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার গরম রেকর্ড সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। এই অবস্থায় তাই অনেকেই ঘুরতে চলে যাচ্ছেন উত্তরবঙ্গ। আবার অনেকেই গরমের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করেছেন। এই অবস্থায় যাত্রী চাহিদা সামাল দিতে রেলের (Indian Railways) নাভিশ্বাস উঠছে।

উত্তরবঙ্গগামী (North Bengal) ট্রেনগুলিতে (Trains) সিট পাওয়া এখন দুষ্কর হয়ে উঠেছে। এই আবহে আপনিও যদি উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন। রেলের পক্ষ থেকে উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তের ফলে চরম সমস্যায় পড়বেন যাত্রীরা।

আরোও পড়ুন : জাপান উপকূলের মাছ বাংলায়, সুন্দরবনে নতুন প্রজাতির শামুকের হদিশ! মিলল ফিলিপিন্সের প্রবালও

সাধারণ যাত্রীদের পাশাপাশি বহু পর্যটক রয়েছে যারা এই সময়টা ঘুরতে যান দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিম। এই অবস্থায় প্রি-নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজের জন্য রেল একাধিক ট্রেন বাতিল করেছে। একই সাথে কিছু ট্রেনের রুট ও সময়সীমা বদল করা হয়েছে।

আরোও পড়ুন : শেষমেশ করোনার টিকাই হল কাল! রক্ত জমাটের সম্ভাবনা বাড়ছে শরীরে, ভয় ধরানো মন্তব্য সংস্থার

ট্রেন নম্বর ১৫৭২৩/১৫৭২৪ যোগবাণী-শিলিগুড়ি জং এক্সপ্রেস বাতিল করা হয়েছে  ৪, ৬ ও ৭ মে। ৭, ৮ মে বাতিল থাকছে ট্রেন নম্বর ১৫৭১৯/১৫৭২০ কাটিহার-শিলিগুড়ি জং-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেন নম্বর ০৭৫২০ শিলিগুড়ি জং-মালদা কোর্ট ডেমু স্পেশাল বাতিল থাকবে আগামী ৪ থেকে ৮মে পর্যন্ত।

ট্রেন  নং ০৭৫১৯ মালদা কোর্ট-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল বাতিল থাকছে ৫ থেকে ৯ মে পর্যন্ত। ট্রেন নম্বর ৭৫৭০৬/৭৫৭০৫ শিলিগুড়ি জং-রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল, ট্রেন নম্বর ০৭৫০৮ শিলিগুড়ি জং-রাধিকাপুর ডেমু স্পেশাল এবং ট্রেন নম্বর ১৫৪৬৪/১৫৪৬৩ বালুরঘাট-শিলিগুড়ি জং-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকছে ৫ থেকে ৮ মে পর্যন্ত।

train 6 16328366744x3

ট্রেন নম্বর ০৭৫০৭ রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল ৬ থেকে ৯ মে, ট্রেন নম্বর ০৭৫৪৪/০৭৫৪৩ শিলিগুড়ি জং-কাটিহার-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল এবং ট্রেন নম্বর ১৫৭১০/১৫৭০৯ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ৫, ৭ ও ৮মে বাতিল করা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর