বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। শেষবার যখন দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল তখন বাজে মেরেছিল ভারত। কিন্তু সেই দিনটা ছিল আজ থেকে ১০ বছর আগে। শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজিত সেই ম্যাচে ৯০ রানের ব্যবধানে জয় পেয়েছিল ভারত।
সেই ভারতীয় দলের মাত্র ২ সদস্য রয়েছে ১০ বছর পরে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দলে। তৎকালীন তরুণ তারকা সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা বিরাট কোহলি ও রোহিত শর্মা আজ ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার এবং একজন তাদের মধ্যে অধিনায়ক। মজার ব্যাপার ইংল্যান্ডের ওই দশ বছর আগের দলেরও মাত্র দুজন সদস্য এইবারের ইংল্যান্ড দলে রয়েছে। সেই দুজন সদস্য হলেন অ্যালেক্স হেইলস এবং বর্তমান অধিনায়ক জস বাটলার। দশ বছর আগের সেই ম্যাচে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং অর্ধশতরান পেয়েছিলেন হিটম্যান। যদিও হরভজন সিংহর (৪-২-১২-৪) দুর্দান্ত বোলিংয়ের কারণে তাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছিল।
এক দশক পরে ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে সতর্ক ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। সেইবারের ম্যাচটি ছিল গ্রুপ পর্যায়ের ম্যাচ। এবার দুই দল মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। তাই এবারের দ্বৈরথের গুরুত্ব অনেক বেশি। ভারতীয় দলকে একেবারেই হালকা ভাবে নিতে রাজি নন বাটলার। তিনি বলেছেন, “ভারত একটি দুর্দান্ত দল এবং রোহিত শর্মা একজন অসাধারণ অধিনায়ক। তিনি গোটা দলকে মন খুলে খেলার সুবিধা করে দিয়েছেন যা ভারতকে আরও বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে।”
ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস নিজের বক্তব্যে জানিয়েছেন তে ইংল্যান্ড দল কাদের নিয়ে আপাতত বেশি চিন্তিত। খুব স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে উঠে এসেছে বিরাট কোহলির নাম। স্টোকস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা কোহলিকে কোনোভাবেই হালকা ভাবে নেবেন না। চলতি বছরে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন বিরাট। কিন্তু ইংরেজ অলরাউন্ডার এর মতে বিরাট কোহলি এখন একটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে কোন অবস্থাতেই তাকে হিসাবের বাইরে রাখা যায় না।
সেই সঙ্গে সূর্যকুমার যাদবকে নিয়েও তারা আলাদা পরিকল্পনা তৈরি রাখছেন বলে জানিয়েছেন স্টোকস। তার আগে তিনি ভারতীয় তারকা ক্রিকেটারের প্রশংসা করে বলেছেন, “সূর্যকুমার যাদব কে এক কথায় অসাধারণ ছাড়া আর কিছুই বলা যায় না। তিনি ঝুঁকি নিয়ে এমন কিছু শর্ট খেলেন যেগুলো দেখে আমাদের মাথায় হাত দিতে বাধ্য হতে হয়।” স্টোকসের বক্তব্য থেকে পরিষ্কার মূলত বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব কে আটকানোর ফন্দি আটছেন তারা।