বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ভারতীয় ক্রিকেটের একটি ঐতিহাসিক দিন। আজ ভারতের ৫০ তম ভেন্যু হিসেবে কোনও ওডিআই ম্যাচ আয়োজন করতে চলেছে ছত্রিশগড়ের রায়পুরের ‘শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।’ এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গুলির মধ্যে একটি। সমস্ত রকম আধুনিক সুবিধা সম্পন্ন এই স্টেডিয়ামটি-তে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দখল করার লড়াইয়ে নামবে ভারত।
এর আগে হায়দরাবাদে প্রথম ওডিআই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছিল ভারতীয় দল। শুভমান গিলের দ্বিশতরানের পাল্টা হিসেবে অসাধারণ একটি শতরান করেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল। কিন্তু শেষ পর্যন্ত সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ১২ রানের ব্যবধানে ম্যাচ জেতে ভারত।
ঘরের মাটিতে ভারত বরাবরই ওডিআই সিরিজের অপ্রতিরোধ্য। ২০১৫ সালে ধোনির অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর আর কোন সিরিজ ঘরের মাটিতে হারেনি ভারত। আজ ম্যাচ জিতলে আরও একটি ওডিআই সিরিজ জেতা হয়ে যাবে ভারতের। ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজনের আগেই নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানো কিছুটা স্বস্তি দেবে সমর্থকদের। যদিও নিউজিল্যান্ডের এই দলে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো তারকারা নেই।
ভারতীয় দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। একমাত্র পরিবর্তন হিসেবে শার্দূল ঠাকুরের জায়গায় দলে আসতে পারেন উমরান মালিক। গত ম্যাচের স্যান্টনার-ব্রেসওয়েল জুটি বিনা বাধায় মাঝের ওভার গুলিতে রান তুলে গিয়েছে। আর উমরান মালিকের ক্ষমতা রয়েছে মাঝের ওভারে উইকেট তুলে দলকে সাফল্য এনে দেওয়ার। তাই এমন পরিবর্তনের আশঙ্কা করছেন সকলে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ