পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উদ্দেশ্যে অনেক আগেই অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এই সিরিজ শেষ হওয়ার দুদিন পর, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করতে ৬ই অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন রোহিত শর্মারা। তারপরে ৬-১১ই অক্টোবরের মধ্যে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে শিখর ধাওয়ানের নেতৃত্বে দ্বিতীয় সারির দল নামাবে বিসিসিআই।

ভারত অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৩ই অক্টোবর পর্যন্ত পার্থে একটানা অনুশীলন করে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপর তারা ওখানেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলবে। এরপর বাকি দেশগুলোর মতোই ভারত ব্রিসবেনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Aus Team India

এই ম্যাচগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ভারতের বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের মোট পাঁচ সদস্যের অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। এরা হলেন সূর্যকুমার যাদব, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, দীপক হুডা এবং রবি বিশ্নই৷ এদের মধ্যে হর্ষল এবং হুডা আগে <span;>অনুর্ধ্ব ১৯ দলের সাথে ট্যুরে এলেও সিনিয়র দলের হয়ে মাঠে নামতে পারেননি। <span;>তাই এই ম্যাচগুলি ওই অনভিজ্ঞ ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার পরিবেশ, পরিস্থিতির সাথে আরও ভালভাবে মানিয়ে নিতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে উঠতে সাহায্য করবে।

প্রসঙ্গত ভারত এই বিশ্বকাপে গ্রূপ পর্যায়ে পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং দুটি কোয়ালিফায়ারের মধ্যে দিয়ে যোগ্যতা অর্জন করতে চলা দলের সাথে দ্বিতীয় গ্রূপে রয়েছে। ২৩ শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ খেলার পর ২৭শে অক্টোবর সিডনিতে একটি যোগ্যতাঅর্জনকারী দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ৩০শে অক্টোবর পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও ২রা নভেম্বর অ্যাডিলেডে বাংলাদেশ বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলার পর ৬ই নভেম্বর  মেলবোর্নে যোগ্যতাঅর্জনকারী একটি দলের বিরুদ্ধে গ্রূপ পর্যায়ের শেষ ম্যাচটি খেলবে।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা (নিশ্চিত নন), ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর