চিন দাদাগিরি দেখালেই যোগ্য জবাব দেবে ভারত! LAC-তে তৈরি হচ্ছে “অদৃশ্য দুর্গ”, শক্তি বাড়বে সেনার

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রের মোদী সরকার এবার হিমালয়ের শিখরগুলিতে এমন একটি “অদৃশ্য দুর্গ” তৈরি করতে চলেছে, যেখান থেকে চিন (China) LAC জুড়ে সামান্যতম ভুল করে বসলেও তাৎক্ষণিকভাবে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে ভারত।

এবার কমবে চিনের (China) দাদাগিরি:

মূলত, নয়াদিল্লি এবার বেইজিংয়ে বসে PLA সামরিক জেনারেলদের এবং তাদের প্রধান শি জিনপিংকে একটি পরিষ্কার কূটনৈতিক বার্তা দিয়েছে যে, তারা যদি ভারতকে উত্তপ্ত করে সেক্ষেত্রে ভারত পাল্টা জবাব দেবে। অর্থাৎ, চিন (China) যদি ডোকলামের ঘটনার মতো কিছু ভাবে সেক্ষেত্রে “যুদ্ধ” হবে এবং ১৯৬২-র মতো জঘন্য কাজ করা হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে।

কেন্দ্রের পরিকল্পনা এবং লাদাখের প্রয়োজন: এমন নয় যে সরকার হঠাৎ করেই এদিকে চিন্তাভাবনা শুরু করেছে। বরং, এই ধারণা ভারতের সামরিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মনে অনেক আগেই এসেছিল। কেন্দ্রীয় সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রস্তুতির কথা বলতে গেলে জানাতে হয় যে, লাদাখের কেলা পাস দিয়ে ৭ থেকে ৮ কিলোমিটার দীর্ঘ টুইন-টিউব টানেল তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে।

India will give a befitting reply only if China attacks.

এই টানেলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,৬০০ ফুটের একটু বেশি হবে। কেন্দ্রীয় সরকার লাদাখের ইউটি অ্যাডমিনিস্ট্রেশনকে (লাদাখ ইউটি) এই সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে, এই মিশনে প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হবে। এদিকে, এই কাজ শেষ হলে লাদাখের কাছে চিনের (China) দখলদারি বন্ধ হয়ে যাবে। কারণ ভারতীয় সেনাবাহিনী তখন চোখের পলকে লেহ থেকে প্যাংগং লেকে পৌঁছে যাবে।

আরও পড়ুন: এবার সমগ্র বিশ্বকে চমকে দিল ভারত! সফলভাবে সম্পন্ন হল দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা

কি সুবিধা মিলবে: TOI-এর রিপোর্ট অনুসারে, ইতিমধ্যেই এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের কাগজপত্র সম্পন্ন হয়েছে। পাশাপাশি, মিশন নিয়ে প্রয়োজনীয় বৈঠকও সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, দ্রুত এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। টানেল নির্মাণের অন্যতম উদ্দেশ্য হল প্রতি মরশুমে লেহ এবং প্যাংগং লেকের মধ্যে ২৪×৭ সংযোগ বাড়ানো। এই টানেল সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে এবং এটি ভারতীয় পর্যটকদের ভ্রমণের বিষয়টিকেও সহজ করে তুলবে।

আরও পড়ুন: শুভমান না খেললে পার্থ টেস্টে কেমন হবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন? এই প্লেয়ারের খুলতে পারে ভাগ্য

এর পাশাপাশি, ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এটি একটি কৌশলগত পথ হবে। এমতাবস্থায়, সেনাবাহিনীর সুবিধা ও নিরাপত্তার চাহিদা অনুযায়ী প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা যাবে। দুই বছর আগে, লাদাখ প্রশাসন নিজেই একটি রোডম্যাপ তৈরি করেছিল। যাতে খারদুং লা, ফোতু লা, নামিকা লা এবং কেলাতে চারটি পাসে নতুন টানেলের প্রয়োজন ছিল বলে উল্লেখ করা হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর