“রক্ত টগবগ করে ফুটছে….”, জঙ্গি হামলার কড়া জবাব দেবে ভারত, “মন কি বাত” অনুষ্ঠানে জানালেন মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পহেলগাঁও-তে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসবাদী হামলায় (Kashmir Attack) নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে “মন কি বাত” অনুষ্ঠানের ১২১ তম পর্ব শুরু করেন। যেখানে তিনি বলেন, “এই হামলা সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছে এবং প্রতিটি নাগরিকের রক্ত টগবগ করে ফুটছে।” প্রধানমন্ত্রী বলেন যে এই মর্মান্তিক ঘটনায় কেবল দেশজুড়েই নয়, বিশ্বজুড়েও শোক প্রকাশ করা হয়েছে। তাঁর মতে এই হামলায় শহিদদের পরিবার ন্যায়বিচার পেলেই দেশ শান্তি পাবে।

জঙ্গি হামলার (Kashmir Attack) যোগ্য জবাব দেবে ভারত:

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ১৪০ কোটি ভারতবাসী: প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের দেশবাসীর মধ্যে যে ক্ষোভ এবং অনুভূতি রয়েছে তা আজ বিশ্বজুড়ে দৃশ্যমান। এই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার (Kashmir Attack) তীব্র নিন্দা করা হয়েছে সর্বত্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমগ্র বিশ্ব ১৪০ কোটি ভারতীয়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।” এদিকে, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে এই হামলায় (Kashmir Attack) নিহতরা অবশ্যই ন্যায়বিচার পাবেন।

“দোষীদের কড়া জবাব দেওয়া হবে”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কাশ্মীরে শান্তি ফিরে আসছিল। স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলছিল, নির্মাণকাজও ক্রমশ এগোচ্ছিল, গণতন্ত্রের ধারা শক্ত হওয়ার পাশাপাশি পর্যটকদের আগমন রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল। যার ফলে আয় বৃদ্ধি পাচ্ছিল সেখানকার মানুষের এবং যুবকদের হচ্ছিল কর্মসংস্থান।

আরও পড়ুন: সবসময় সাথে রেখেছেন স্বয়ং হনুমানজিকে! IPL ২০২৫-এ “বিরাট” দাপট কোহলির

মোদী বলেন, “এই অগ্রগতি জম্মু ও কাশ্মীরের শত্রুদের পছন্দ হয়নি” প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় বলেছেন যে, এই হামলার অপরাধীদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: মোক্ষম ঝটকা খেল পাকিস্তান! ঝিলাম নদীর জল ছেড়ে দিল ভারত, পড়শি দেশে জারি বন্যার সতর্কতা

১০৪ টি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে ভারত: এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ভারত একসাথে ১০৪ টি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। মোদী জানান, ভারত চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো প্রথম দেশ হওয়ার রেকর্ডও ইতিমধ্যেই হাসিল করেছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X