বাংলাদেশের ৩০০ বছরের পুরোনো কালি মন্দির সংস্কারে অর্থসাহায্য ভারতের

বাংলাহান্ট ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) নাটোরে অবস্থিত রাণী ভবানীর ইতিহাস বিজরিত মন্দির সংস্কারে বাংলাদেশের টাকায় ১ কোটি টাকা সাহায্য করবে ভারত (india)। পাশাপাশি সংস্কার হবে সে দেশের আরো দুটি মন্দির রামকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির। সেখানেও অনুদান দেবে ভারত।

images 2020 07 28T123230.606

১৮ শতকের বাংলার ঐতিহাসিক ব্যক্তিত্বদের মধ্যে রাণী ভবানী অত্যন্ত সুপ্রসিদ্ধ। নাটোরের এই রাণীর অধিকারে ছিল তৎকালীন বাংলার এক বিরাট অঞ্চল। প্রজাপালক হিসাবেও সুখ্যাতি তার কম ছিল না। এই রাণী ভবানীর দেওয়ান শ্রী দয়ারাম রায় এই শ্রী শ্রী জয় কালী মাতার মন্দির প্রতিষ্ঠা করেন৷ বাংলার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ জনপদের মন্দিরটি সংস্কারের জন্য অনুদান দিচ্ছে ভারত।

শিব মন্দির সহ নাটোরের এই মন্দিরের সংস্কার খরচ আনুমানিক ১ কোটি ৩৩ লক্ষ টাকা (বাংলাদেশের মুদ্রায়)। এই খরচের সিংহভাগ ১ কোটি টাকা দেবে ভারত৷ একই সাথে রামকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির দুটির সংস্কারেও সাহায্য করবে বলে জানিয়েছে ভারত।

এদিন এই মন্দির সংস্কারের শুভ সূচনার ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী জুনিয়াদ আহমেদ পালক, ভারতীয় হাই কমিশনার ঋভা গঙ্গোপাধ্যায় দাস, বাংলাদেশের সাংসদ শফিকুল ইসলাম এবং নাটোরের মেয়র উমা চৌধুরি জলি সহ অনেকে। ভারতের তরফ থেকে হাই কমিশনার বাংলাদেশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সে দেশের ঐতিহ্য সংরক্ষণে ভারত ভবিষ্যতেও সাহায্য করবে একথা জানান। বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জানান, তিনি নাটোরকে মডেল হিসাবে গড়ে তুলতে চান।


সম্পর্কিত খবর