বড়ো সংকটের মুখে জাপান, মুক্তি দিতে এগিয়ে এল ভারত

ভারত (India) ও জাপানের (Japan) মধ্যে সম্পর্ক লাগাতার  দৃঢ় হছে। বিশেষ করে চিন যে সময় থেকে নিজের বিস্তারবাদী নীতিকে বৃদ্ধি করেছে সেই সময় থেকে আন্তর্জাতিক মহলেও ভারত চীনের মজবুত সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারন ভারত ও জাপান দক্ষিন এশিয়ার দেশ দুই শক্তিশালী দেশ চীনকে জব্দ করার ক্ষমতা রাখে। এমনিতেই ভারত ও জাপানের মধ্যে মজবুত ডিফেন্সে চুক্তি রয়েছে। বহু মিলিটারি এক্সসারসাইজ এও ভারত জাপান একসাথে অংশ নেয়। জানিয়ে দি, রাশিয়া ছাড়া জাপান একমাত্র দেশ যার সাথে ভারত প্রতি বছর আনুয়াল সামিট করে।

সম্প্রতি করোনা মহামারির পর বহু জাপানি কোম্পানি চায়না থেকে নিজেদের মানুফাকচারিং প্ল্যান্ট চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসার উপর কাজ শুরু করে দিয়েছে। প্ল্যান্ট ভারতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য জাপান একটা মোটা অঙ্কের টাকা কোম্পানগুলির জন্য বরাদ্দ করেছে। জাপানের জনসংখ্যা সাড়ে ১২ কোটি তবে জাপানের ২৭% এর বেশি লোক ৬৫ বছরের উপরে। অন্যদিকে গড় বয়সের দিক থেকেও জাপাণ অনেক পিছিয়ে।

modi abe 1

ভারতের গড় বয়স যেখানে ২৯ বছর সেখানে জাপানের গড় বয়স ৪৬ বছর। গড় বার্থ রেটের দিক থেকেও জাপাণ পিছিয়ে।আর এই সমস্ত ইস্যু এখন চীনের জন্য বড়ো মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমস্যার সমাধান করার জন্য জাপান স্কিলড ওয়ার্কার ভিসা প্রোগ্রাম শুরু শুরু করেছিল। এই প্রোগ্রামের আওতায় জাপান অন্য দেশ থেকে কর্মী নিয়ে নিজেদের দেশের নানা প্রজেক্টে কাজে লাগাতো। তবে করোনা মহামারির কারণে জাপানের এই স্ট্রাটেজি একেবারে ফেল হয়ে যায়।

জাপানের মিডিয়া এই ইস্যুতে বেশকিছু লিখনী প্রকাশ করেছিল। যেখানে বলা হয়েছিল যে জাপান স্কিলড ওয়ার্কার ভিসা প্রোগ্রাম গোল থেকে অনেক পিছিয়ে। এমন খারাপ পরিস্থিতিতে পড়ে জাপান ভারতের থেকে সাহায্য চাইতে এসেছিল। ভারত সরকার জাপানকে এই ইস্যুতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

জাপানকে সঙ্কট থেকে মুক্তি দিতে ভারত সরকার বড়ো পদক্ষেপ নিয়েছে। ভারত ও জাপানের মধ্যে এখন একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, জাপানের বিভিন্ন সেক্টরের কাজের জন্য ভারত স্কিলড কর্মী দেবে। চুক্তি অনুযায়ী, মেশিন পার্টস এন্ড টুলিং ইন্ডাস্ট্রি, নার্সিং কেয়ার, ইলেক্ট্রনিকস ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সহ ১৪ টি আলাদা আলাদা ক্ষেত্রে ভারত জাপানকে স্কিলড ওয়ার্ক ফোর্স দেবে। জাপানে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য স্কিল এবং জাপানি ভাষা শেখার প্রয়োজন।

IMG 20210120 104119

এই কাজে জাপান সরকারও ভারতীয়দের সাহায্য করবে বলে জানিয়েছেন। ভারত থেকে নেওয়া কর্মীরা যাতে ভালো স্যালারি ও উচ্চ মানের জীবন যাপন করতে পারে তার দিকে খেয়াল রাখার কথাও বলেছে। বর্তমান সময়ে বহু ভারতীয় আরব দেশে কাজের জন্য রওনা দেয়। এখন আরব দেশের পরিবর্তে জাপান একটা ভালো বিকল্প প্রমাণিত হতে পারে বলে মনে করেছেন অনেকে।

ad

সম্পর্কিত খবর