শুধু ভারতীয়ই না, ইউক্রেনে আটকে পড়া প্রতিবেশী নাগরিকদেরও ঘরে ফেরাবে ভারত! নির্দেশ মোদীর

বাংলাহান্ট ডেস্ক : এবার ইউক্রেনে আটকে থাকা প্রতিবেশী দেশের নাগরিকদেরও ঘরে ফেরাবে ভারত। সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটিই নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে ইউক্রেনে পাঠানো হবে ত্রাণ সামগ্রীও। সোমবার প্রধানমন্ত্রীর বৈঠক শেষ এই কথাই জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। সেদেশে এখনও আটকে কয়েক হাজার ভারতীয় নাগরিক। রয়েছেন অগণিত প্রবাসীও। মিশন গঙ্গার অধীনে ভারতীয়দের দেশে ফেরানোর কাজ চালাচ্ছে ভারত সরকার। কিন্তু প্রতিবেশী দেশের আটকে পড়া মানুষদের ফিরিয়ে নিতে কোনও পদক্ষেপ বা উৎসাহই দেখায়নি সংশ্লিষ্ট দেশগুলি। ফলে সেইসব মানুষদের পাশে দাঁড়িয়ে এবার মাঠে নামল ভারত।

এহেন পরিস্থিতিতে আটকে পড়া নাগরিকদের ফেরাতে এবং নিজেদের অবস্থান ঠিক রাখতে ২৪ ঘন্টার মধ্যে দুবার জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। সোমবারের সেই উচ্চপর্যায়ের জরুরি বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আটকে পড়া মানুষদের পাশাপাশি ইউক্রেনকেও সাহায্য করবে ভারত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে খাবার, ওষুধ সহ পাঠানো হবে অতি প্রয়োজনীয় সামগ্রী। এদিনই এ ব্যাপারে কথা বলতে রোমানিয়া এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী সাফ জানিয়েছেন, ‘গোটা বিশ্বই একটি পরিবার। তাই ইউক্রেন সীমান্তে আটকে থাকা প্রতিবেশী দেশ এবং উন্নয়নশীল দেশের নাগরিকদের সাহায্য করবে ভারত। এমনকি তাঁদের ফিরিয়েও আনা হবে নিজের দেশে।’ সোমবার রাতে দীর্ঘ বৈঠকের পর আজই প্রথম দফার ওষুধ এবং খাদ্যশস্য পাঠানো হচ্ছে ইউক্রেনে।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর