নিজেরা হারলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাবরদের জয় চাইবে ভারতীয় সমর্থকরা, এমনটাই বলছে অঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় হারের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। এই হার শুধু যে বিরাট বাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট কেড়ে নিয়েছে তাই নয়, ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে পাকিস্তান এই জয় তুলে নেওয়ায় নেট রান রেটের ক্ষেত্রেও অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। এমতাবস্থায়, মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে পাকিস্তান। শুনতে একটু আশ্চর্য লাগলেও এই ম্যাচে কিন্তু পাকিস্তানের জয়ই চাইবেন ভারতীয় সমর্থকরা।

ভারত সুপার ১২-এর এই লড়াইয়ে যে গ্রুপে রয়েছে, সেখানে তার সঙ্গী পাকিস্তান, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া এবং আফগানিস্তান। এমতাবস্থায় প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে শেষ চারে পৌঁছানোর জন্য। অর্থাৎ সর্বোচ্চ ১০ পয়েন্ট তুলে নিতে পারে তারা। ভারত যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে গিয়েছে তাই ১০ পয়েন্টে পৌঁছানোর আশা তাদের নেই। গ্রুপের ম্যাচে সর্বোচ্চ ৮ পয়েন্ট সংগ্রহ করতে পারবে বিরাট বাহিনী। পাকিস্তান এবং নিউজিল্যান্ড এখনও রয়েছে ১০ লড়াইয়ে।

প্রায় সমস্ত বিশেষজ্ঞ এই বিষয়ে একমত যে এই গ্রুপের শেষ চারে যাওয়ার জন্য সবথেকে বড় লড়াই হবে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যেই। তাই নিউজিল্যান্ড যদি আজকের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায় এবং অন্যদিকে রবিবার যদি ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে নিউজিল্যান্ড সর্বোচ্চ সংগ্রহ করতে পারবে ৬ পয়েন্ট অর্থাৎ শেষ চারে পৌঁছানোর লড়াই থেকে বাইরে চলে যাবে তারা।

IMG 20211025 152545

অন্যদিকে আজ যদি নিউজিল্যান্ড পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে বড় হয়ে দেখা দিতে পারে নেট রান রেট। মনে রাখা দরকার এ ক্ষেত্রে ভারতের নেট রানরেট এখন -০.৯৭৩, তাই এই লড়াইয়ে ভারতের পিছিয়ে পড়া কিছুই আশ্চর্য নয়। অন্যদিকে আফগানিস্তানও সোমবার মারাত্মকভাবে পর্যুদস্ত করেছে স্কটল্যান্ডকে। ফলত তাদের নেট রানরেট এখন +৬.৫০০ এখন তারা যদি ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি বড় দলকে হারিয়ে দিতে পারে, সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে ভারতের জন্য। তাই ভারত অবশ্যই চাইবে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নিক পাকিস্তান। তাতে তাদের মাথাব্যাথা অন্তত কিছুটা কমবে।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর