বাংলাহান্ট ডেস্ক : চিন, পাকিস্তানের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিয়ে আলোচনার শেষ নেই। সেনার ক্ষমতা বাড়িয়ে শক্তি প্রদর্শন করতে দেখা গিয়েছে দুই প্রতিবেশী দেশকে। কিন্তু ভারতও (India) পিছিয়ে নেই। দুই দেশকে কড়া টক্কর দিয়ে এবার দেশের অভ্যন্তরেই তৈরি হতে চলেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আর এর ইঞ্জিন তৈরির দায়িত্বে রয়েছে ভারতেরই (India) একটি সংস্থা।
ভারত (India) পিছিয়ে রয়েছে পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমানের ক্ষেত্রে
আমেরিকা ছাড়া চিন বিশ্বের একমাত্র দেশ যারা দুটি পঞ্চম প্রজন্মের ফাইটার তৈরি করে আলোড়ন ফেলে দিয়েছে। ভারত (India) এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে বর্তমানে। ভারতীয় বায়ুসেনা বর্তমানে ৩১ স্কোয়াড্রন ফাইটার জেট নিয়ে লড়ছে। কিন্তু তাদের দরকার ৪১ স্কোয়াড্রন ফাইটার জেট। এমতাবস্থায় বিদেশ থেকে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট আনাচ্ছে ভারত (India)। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতেও তৈরি হচ্ছে পঞ্চম প্রযুক্তির বিমান।
দেশেই তৈরি হচ্ছে উন্নত প্রযুক্তির বিমান: এক্ষেত্রে সরকারি সংস্থা HAL, DRDO এর সহযোগিতায় তৈরি হচ্ছে টুইন ইঞ্জিন ৪.৫+ প্রজন্মের তেজস MK-1A ফাইটার জেট। HAL কে ইতিমধ্যেই ৮৩ টি MK-1A জেট অর্ডার করা হয়েছে ভারতীয় (India) বায়ুসেনার তরফে। এগুলি মার্কিন সংস্থা GE এর ইঞ্জিন দিয়ে চালিত হবে। মোট ৯৯ টি ইঞ্জিনের অর্ডার দিয়েছে HAL।
আরো পড়ুন : জোড়া ভূমিকম্পে হাহাকার মায়ানমার-থাইল্যান্ডে! সবরকমের সাহায্যে আশ্বাস ভারতের, কী জানালেন মোদী?
বড় দায়িত্ব পেল সংস্থা: অন্যদিকে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা স্থির করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও তৈরি হচ্ছে ভারতের (India) মাটিতেই। গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্টের মাধ্যমে তৈরি করা হচ্ছে এই ফাইটার জেটের ইঞ্জিন।
আরো পড়ুন : এবার থরথর করে কাঁপবে শত্রুরা! বড় পদক্ষেপ গ্রহণ করল “আত্মনির্ভর” ভারত, জানলে হবে গর্ব
এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গোদরেজ এরোস্পেস এর। এর আগে এই সংস্থা একাধিক সামরিক প্রোজেক্টের সঙ্গে যুক্ত থেকেছে। পাশাপাশি কাবেরী ইঞ্জিন প্রকল্পেও সহযোগিতা করেছে গোদরেজ এরোস্পেস। এক্ষেত্রে এই সংস্থার প্রয়োজনীয় দক্ষতা রয়েছে বলে মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট।