ভারতে হঠাৎ হাজির চীনের বিদেশমন্ত্রী, এরই মাঝে চীনকে কড়া হুঁশিয়ারি দিলো ভারত

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (india) আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চেষ্টা করতে এলে যে ফল খুব একটা ভালো হবে না চিনের (China) জন্য, এমনটাই সাফ জানিয়ে দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। বেশ কিছুদিন ধরেই ভারতের একাধিক আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চিন সরকার। এরই মধ্যে গতকাল ভারতে আসেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। আর সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী টি এস জয়শঙ্কর।

ওয়াং ই এর ঝটিকা সফরের প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, ‘বিগত ২ বছরে ভারত চিনের মধ্যে সম্পর্ক অপরিকল্পিত মোড় নিয়েছে। খুব কম মানুষই হয়ত ভাবতে পেরেছিলেন যে বিগত দুই বছরে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক এমন ভাবে মোড় নেবে।

   

বিগত দু’ বছরে নিয়ন্ত্রণ রেখা নিয়ে একাধিক বার সেনাস্তরীয় এবং কূটনৈতিক স্তরে বৈঠকে বসেছে ভারত চিন। দুই দেশের বিদেশ মন্ত্রীও একাধিকবার বৈঠক করেছেন। তবে গত দুইবছরের মধ্যে এই প্রথমবার দু’দেশের মধ্যে হতে চলেছে উচ্চস্তরের বৈঠক। আজই ওয়াং ই এর সঙ্গে বৈঠকে বসবেন ভারতের বিদেশ মন্ত্রকের সদস্যরা। পুরো বিষয়টি প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, ‘২০২০ সালের মে মাসের সংঘর্ষের পর থেকে সেনাস্তরীয় বৈঠকের সঙ্গেই তাল মিলিয়েই কূটনীতিক স্তরে আলোচনাও হয়েছে। তাল মিলিয়েই বিদেশ এবং প্রতিরক্ষানীতিরও পরিকল্পনা বানানো হচ্ছে।’

বৃহস্পতিবার দেশে পা রাখলেও তেমন কোনওই কর্মসূচি ছিল না চিনা বিদেশ মন্ত্রীর। এদিন তিনি ভারতের বিদেশ মন্ত্রী টি এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিত ডোভালের সঙ্গে দেখা করতে পারেন বলেন সূত্রের খবর। যদিও এই ব্যাপারে কোনও রকম ঘোষণা করা হয়নি সরকারের তরফে।

অন্যদিকে, পাকিস্তানে কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় চিনা বিদেশ মন্ত্রীকে। সেখানে তিনি বলেন, ‘কাশ্মীর নিয়ে ফের একবার অনেক ইসলামিক বন্ধুদের ডাক শোনা যাচ্ছে। চিনও এই বিষয়ে একই আশা রাখছে।’ আর এর প্রেক্ষিতেই কড়া জবাব দিয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাফ জানিয়েছেন যে, ‘জম্মু ও কাশ্মীর সম্পুর্ণ রূপে ভারতের আভ্যন্তরীণ একটি বিষয়। এই ব্যাপারে চিন বা অন্য কোনও দেশেরই কোনও মন্তব্য করার অধিকার নেই।’ কাশ্মীর ইস্যুতে কেউ নাক গলাতে এলে যে ফল ভালো হবে না, সেকথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এবার আজকের বৈঠকে কী আলোচনা হয় দুতরফের সেটাই দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর