চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে প্রথম বিদেশের মাটিতে দিনরাত্রি টেস্ট খেলতে চলেছে ভারত।

করোনা ভাইরাসের কারণে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হলেও চলতি বছরের শেষের দিকে ভারতের যে অস্ট্রেলিয়া সফর রয়েছে সেটা এক প্রকার নিশ্চিত। সেই সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বিরাট কোহলিদের। বিরাটদের সেই সফরের দিকেই তাকিয়ে বসে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সফরে গিয়ে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতেও রাজি বিরাট কোহলিরা।

ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এই অস্ট্রেলিয়া সফরে না যায় তাহলে ইতিমধ্যে আর্থিক সংকটে ভুগতে থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা আরও তলানীতে চলে যাবে। আর সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকেও এই মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে বেশি গুরুত্বপূর্ণ এই ভারত সফর। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিইও এই বর্ডার- গাভাস্কার ট্রাফিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

2109928067018d3dca0b634a1673cad24bd4480048fcd544e9d295862c01683f77a1fb10e

জানা গেছে ভারত অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ব্রিসবেনে খেলবে ভারতীয় দল। আর তারপরের ম্যাচ গুলি যথাক্রমে মেলবোর্ন এবং সিডনিতে রয়েছে। জানা গিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতেই প্রথম বিদেশে দিনরাত্রির টেস্ট খেলতে চলেছে ভারতীয় দল। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি অ্যাডিলেডে দিনরাত্রির টেস্ট ম্যাচ হওয়ার কথাবার্তা চলছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর