টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবর ভারতের জন্য, মূল পর্বের জন্য তৈরি হতে থাকছে বড় সুযোগ

বাংলা হান্ট ডেস্কঃ ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সে কথা মাথায় রেখে স্বাভাবিকভাবেই এখন প্রস্তুতিপর্ব তুঙ্গে। বিশ্বকাপে ২৪ অক্টোবর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে অসমাপ্ত আইপিএলের জন্য আপাতত ব্যস্ত সিডিউল খেলোয়াড়দের। তবে ভারতের জন্য রয়েছে একটি সুখবর।

জানা গিয়েছে, বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারতীয় দল। বিসিসিআই আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ১৮ অক্টোবর এবং ২০ অক্টোবর এই দুটি ম্যাচ খেলতে চলেছে ভারত। যদিও কোন কোন দলের বিরুদ্ধে মাঠে নামছে ভারত তা এখনও জানানো হয়নি আধিকারিক তরফে।

তবে সূত্রের খবর অনুযায়ী, ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিরাট বাহিনী। এর মধ্যে ১৮ অক্টোবর দুবাইতে সন্ধ্যা সাড়ে সাতটার সময় ইংল্যান্ডের মুখোমুখি হবে মেন ইন ব্লু। অন্যদিকে ২০ অক্টোবর বিকেল সাড়ে তিনটে থেকে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। আন্তর্জাতিক দলের সাথে দুবাইতে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই ভারতের। সেই কারণে এই দুটি প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

IMG 20210905 160206

জানিয়ে রাখি বিশ্বকাপে ভারত রয়েছে সুপার ১২ গ্রুপ ২-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আরও হয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তান। ২৪ তারিখ থেকে শুরু হতে চলা ভারতের বিশ্বকাপ সফর যে বেশ কিছুটা কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য। কারণ এই গ্রুপের ভারত ছাড়া অন্য সমস্ত দলেরই দুবাইতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আর সেই কারণেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে ভারতের প্র‍্যাক্টিস ম্যাচ।

 

Abhirup Das

সম্পর্কিত খবর