বাংলা হান্ট ডেস্কঃ বেজিং উপর চাপ বাড়াতে এর আগেই দক্ষিণ চীন সাগর সহ বিশাল প্রশান্ত মহাসাগরীয় জলরাশিতে ভারতীয় নৌসেনার ইস্টার্ন ফ্লিটের টাস্ক ফোর্সকে টহলদারির জন্য পাঠিয়েছে ভারত। শুধু তাই নয় কেনা হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হারপুনও। যা ভারতের শক্তি অনেকটাই বাড়িয়েছে।
এবার লাদাখে লাইন অব একচুয়াল কন্ট্রোল বা এলএসিতে কর্তব্যরত সেনাবাহিনীর জন্যও অত্যাধুনিক অস্ত্রের অর্ডার দিল নয়াদিল্লি। জানা গিয়েছে এর আগেই লাদাখের নায়োমা ফরওয়ার্ড ঘাঁটিতে নিযুক্ত সৈন্যদের আমেরিকান সিগ সাওর ৭১৬ অ্যাসল্ট রাইফেল এবং সুইস এমপি -৯ পিস্তল দেওয়া হয়েছে। এবার লাদাখে চীন সীমান্তে নিয়োজিত সৈনিকদের জন্যও ৭৫০০০ অত্যাধুনিক রাইফেলের অর্ডার দিয়েছে ভারত।
প্রসঙ্গত উল্লেখ্য, গতবার গালওয়ানে লাল ফৌজের সঙ্গে দ্বন্দ্বের পর থেকেই এ বিষয়ে অতিরিক্ত সর্তকতা অবলম্বন করতে চাইছে নয়াদিল্লি। পর্যবেক্ষকদের মতে সেই কারণেই গত বছরের অক্টোবরে, আমেরিকান কোম্পানি সিগ সাওয়ারের সাথে ৭৮০ কোটি টাকার চুক্তি করেছে ভারত। আপাতত ভারতীয় সেনাদের কাছে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড দ্বারা তৈরি ইন্সাস রাইফেল। তার বদলেই এবার সেনাদের হাতে তুলে দেওয়া হবে এই অত্যাধুনিক রাইফেলগুলি।
৭.৬২×৫১ ক্যালিবারের এই অত্যাধুনিক রাইফেলগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই আগ্নেয়াস্ত্র দিয়ে ৫০০ মিটার দূর থেকেও শত্রুর উপর আঘাত হানার সম্ভব। এছাড়াও ভারতীয় সেনাদের দেওয়া হবে এ কে ২০৩ রাইফেলও। যা আমেঠির অস্ত্র কারখানায় ভারত এবং রাশিয়া যৌথভাবে নির্মাণ করছে। ভারতীয় সেনাদের হাতে এই অত্যাধুনিক অস্ত্র এলে তাদের ক্ষমতা যে অনেকটাই বাড়বে তা বলাই বাহুল্য।