নিমেষের মধ্যেই হয়ে যায় উধাও! ভারতে আসছে শত্রু পক্ষের কাল, চমকে দেবে এই বিমানের বৈশিষ্ট্য

বাংলা হান্ট ডেস্ক: সামরিক ক্ষেত্রে বড় সাফল্য। শত্রুদেশের ঘুম উড়িয়ে দিতে চলেছে ভারত (INDIA)। বুধবারই আনুষ্ঠানিকভাবে স্পেনের সামরিক পরিবহন বিমান সি-২৯৫ (C-295) তুলে দেওয়া হবে ভারতের কাছে। সব ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হিন্দোনের বায়ুসেনা ঘাঁটিতে নামবে সি-২৯৫-এর প্রথম ব্যাচ।

ভারতীয় বায়ু সেনার পুরোনো অ্যাভ্রো-৭৪৮ (AVRO-748) বিমান প্রতিস্থাপনের জন্য ৫৬টি সি-২৯৫ বিমান কেনার জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে ২১ হাজার কোটি টাকার চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, স্পেনের নির্মাতা সংস্থার থেকে ১৬টি বিমান ভারতীয় বায়ুসেনার জন্য আমদানি করা হবে। পরবর্তীতে ৪০টি বিমান ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর (TATA) সহযোগিতায় ভারতেই তৈরি হবে।

   

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, বায়ুসেনার হাতে সি-২৯৫ বিমান আসায় চীনা (China) আগ্রাসন মোকাবিলা এবার আরও সহজ হবে। এর মাধ্যমে লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুর্গম ঘাঁটিগুলিতে সহজেই অস্ত্র এবং রসদ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম কোনও বেসরকারি সংস্থা সেনার জন্য বিমান তৈরি করছে। এই সি-২৯৫ বিমান সর্বোচ্চ ২৬০ কিমি বেগে ৯ টন পেলোড বা ৭১ জন‌ সেনা বহন করতে সক্ষম। এর গতিও চমৎকার। টানা ১১ ঘণ্টা ৪৮০ কিমি বেগে ছুটবে এই সি-২৯৫ বিমান। বিমানটিতে প্রত্যাহারযোগ্য ল্যান্ডিং গিয়ার রয়েছে। এবং ১২.৬৯ মিটার লম্বা একটি কেবিন রয়েছে। এই বিমান ৩০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে পারে। উল্লেখযোগ্য হল, এই সি-২৯৫ বিমান খুব ছোট রানওয়েতেও (Runway) অবতরণ করতে সক্ষম।

Avatar
Monojit

সম্পর্কিত খবর